সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান, শাহরুখ খানের পরে এবার অভিজিতের নিশানায় রণবীর কাপুর। নাম না নিয়ে রণবীরকে রীতিমতো তুলোধনা করলেন বলিউডের জনপ্রিয় বাঙালি গায়ক।
বেশ কিছু সময় ধরেই বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন। আর এবার রণবীরকে খোঁচা দিলেন গায়ক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিৎ রামমন্দিরের উদ্ধোধনী অনুষ্ঠানের প্রসঙ্গ তোলেন। যেখানে আমন্ত্রিত ছিলেন বলিউডের তারকারা। উদ্বোধনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের মতো তারকারা। স্ত্রী আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন রণবীর কাপুরও। সবাইকে ছেড়ে এই প্রসঙ্গে রণবীরকেই বেছে নিলেন অভিজিৎ। সোজাসুজি রণবীরের নাম না নিয়ে অভিজিৎ বললেন, ”এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয় !”
২০১১ সালে এক সাক্ষাৎকারে রণবীর তাঁর গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন। নিন্দুকরা মনে করছেন, অভিজিৎ সেই পুরনো কাসুন্দি ঘেঁটেই যে অভিনেতাকে কটাক্ষ করেছেন।
তবে এমনটা প্রথম নয়, এর আগে সলমন ও শাহরুখকেও নানা কারণে কটাক্ষ করেছেন অভিজিৎ। সংবাদসংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য, “যথেষ্ট চর্চা হয়েছে এই বিষয়ে। আমি পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই যে, আমি শাহরুখের জন্য গাইতাম না। গায়ক হিসেবে নিজের কাজটাই করেছি। কিন্তু যখন দেখলাম, ওঁরা সকলকে সম্মান দিচ্ছে। এমনকী সেটের চা বিক্রেতাকে সেই জায়গাটা দিচ্ছে, কিন্তু গায়কদের প্রতি কোনও কৃতজ্ঞতাবোধ নেই, আমার মনে হল- ‘আর কেন ওদের সিনেমার জন্য গান গাইব?’” ভবিষ্যতে কি এই দ্বন্দ্ব মেটার কোনও সম্ভাবনা আছে? বা শাহরুখের সিনেমায় আবার গান গাইবেন? প্রশ্ন যেতেই অভিজিতের জবাব, “ওঁর সাপোর্টের দরকার নেই আমার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.