Advertisement
Advertisement

সাইবার অপরাধের শিকার আমিরের কিরণ!

বন্ধুদের কাছ থেকে কিরণ জানতে পারেন তাঁর নামে একটি ফেক ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে৷ যার মাধ্যমে তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে চ্যাট করা হচ্ছে৷

Aamir Khan's Wife Kiran Rao Finds An Impersonator On FB, Lodges A Complaint With Cyber Cell!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2016 5:01 pm
  • Updated:June 5, 2016 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেট দুনিয়ায় মানুষের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা৷ সাধারণ মানুষ তো বটেই সেলেব্রিটিরাও এর হাত থেকে নিস্তার পাননি৷  কিন্তু, আমিরপত্নি কিরণ রাও চুপ থাকার পাত্রী নন৷ স্বামীর মতো তিনিও যে ‘সত্যমেব জয়তে’ মন্ত্রেই বিশ্বাস করেন, তা প্রমাণ করলেন বলিউড পরিচালক৷

সম্প্রতি, বন্ধুদের কাছ থেকে কিরণ জানতে পারেন তাঁর নামে একটি ফেক ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে৷ যার মাধ্যমে তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে চ্যাট করা হচ্ছে৷ ছবি আপলোডও করা হচ্ছে৷ খবর পেয়েই সোজা বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের পুলিশের সাইবার ক্রাইম শাখায় গিয়ে এফআইআর দায়ের করেছেন কিরণ৷

Advertisement

মুম্বই পুলিশের তরফে এফআইআর-এর কথা স্বীকার করা হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে৷ অপরাধী যদি ভারতীয় হয়ে থাকে তাহলে তাকে ধরতে বেশি বেগ পেতে হবে না৷ কিন্তু, যদি বাইরের দেশের হয়ে থাকে তাহলে তার নাগাল পাওয়া কঠিন হবে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement