সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo ঝড়ে বিধ্বস্ত বলিউড৷ অভিনেতা নানা পাটকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মুখ খুলেছিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ সেই থেকে যে ঝড়ের উৎপত্তি হয়, এখন জল গড়িয়ে গিয়েছে অনেক দূরে৷ তালিকায় যুক্ত হয়েছে সিনেমা জগত ও রাজনীতির রথী-মহারথীদের নাম৷ এমন অবস্থায় অনেকবার প্রশ্ন করা হলেও মিটু অভিযান নিয়ে স্পিকটি নট ছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ অমির খান৷ তবে আর নয়! সম্ভবত নিজের নীরবতা ভাঙতে চলেছেন তিনি৷
[‘জাসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না’]
একের পর এক বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত টু শব্দটি করেননি বলিউডের দুই খান বা কোনও কাপুর৷ প্রথমে এই তালিকায় নাম থাকলেও নিজ ঢঙেই এই অভিযানকে সমর্থন জানালেন অামির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও৷ পরিচালক সুভাষ কাপুরের ‘মোগুল’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁদের৷ কিন্তু সুভাষ কাপুরের বিরুদ্ধেও উঠেছে শ্লীলতাহানির অভিযোগ৷ সূত্রের খবর, প্রতিবাদে সিনেমাটির প্রযোজনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন মিস্টার পারফেক্টশনিস্ট ও তাঁর স্ত্রী৷ কেবল আমিরই নন, একই ভাবে মিটু অভিযানকে সমর্থন জানিয়েছেন ‘খিলারি কুমার’ অক্ষয়ও৷
[‘২১ বছরের চেষ্টায় মালাইকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি’]
এখানেই শেষ নয়৷ জানা গিয়েছে, আগামী বছর আবারও টেলিভিশনের পর্দায় ফিরে আসতে চলেছে ‘সত্যমেব জয়তে’৷ যেখানে বিভিন্ন সামাজিক কুসংস্কার ও অসুবিধার কথা তুলে ধরেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান৷ থাকেন সাধারণ মানুষ৷ বিভিন্ন সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী প্রমুখ ব্যক্তিরা৷ সমস্যার মূলে পৌঁছে সমাধান খুঁজে বের করেন আমির ও তাঁর টিম৷ সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারিতেই ফিরতে পারে ‘সত্যমেব জয়তে’ এবং প্রথম এপিসোডেই সম্ভবত #MeToo নিয়ে আলোচনায় বসতে চলেছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’৷ আমির ভক্তদের অনুমান, এই অনুষ্ঠানে চাঁচাছোলা ভাষায় অভিযুক্তদের সমালোচনা করবেন আমির৷ সমাজের এই ক্ষতকে দূর করার পথ বাতলে দেওয়ার চেষ্টা করবেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.