Advertisement
Advertisement

Breaking News

শাহরুখের সঙ্গে কাজ করতে ভালই লাগবে: আমির খান

আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তাঁর বিশেষ বন্ধু৷

Aamir Khan: Would love to work with Shah Rukh Khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 8:04 pm
  • Updated:January 11, 2021 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের সঙ্গে কাজ করতে তিনি পছন্দই করবেন৷ নিজের ‘দঙ্গল’ ছবি তৈরির ভিডিওর প্রকাশ অনুষ্ঠানে এসে এসআরকের প্রশংসাই শোনা গেল মিস্টার পারফেকশনিস্টের মুখে৷ এর আগে শাহরুখ-আমিরের বন্ধুত্বের কথা অবশ্য কোনওদিন শোনা যায়নি৷ তবে, শোনা যাচ্ছে, কিং খান নাকি ‘দঙ্গল’ ছবির প্রচারে আমিরকে অনেক সাহায্য করছেন৷ এমনকি আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তাঁর বিশেষ বন্ধু৷

এর আগে, অবশ্য আমির-শাহরুখের ঝগড়ার কথাই বেশি জনসমক্ষে এসেছে৷ তাই হঠাৎ করে আমির শাহরুখ বন্ধুত্বের গুঞ্জনে বলিউড সরগরম৷ বলি পাড়ায় এখন জোড় গুঞ্জন, শাহরুখের জন্য নাকি সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থাও করেছেন আমির৷ এবং সেই স্ক্রিনিং-এ যে এসআরকে থাকছেনই সেটাও শোনা যাচ্ছে৷

Advertisement

বলিউডে সল্লু মিঞা মানে সলমনের সঙ্গে অামিরের যে সখ্যতা আছে তা শোনাই যায়৷ কিন্ত শাহরুখ? ‘দঙ্গল’ ছবি দর্শকদের কতটা চমক দেবে জানা নেই, ছবির প্রচারে শাহরুখ-আমিরের বন্ধুত্বের খবর বলিউডকে সত্যিই চমক দিয়েছে৷ অামিরের বিশেষ বন্ধু সলমনের সঙ্গে শাহরুখের ঝগড়ার কথাও কার না জানা, আর সেখানে কিনা সেই শাহরুখের সঙ্গেই সখ্যতা জমাচ্ছেন আমির?  নাকি এশুধুই ছবি প্রচারের গিমিক!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement