Advertisement
Advertisement

রাকেশ শর্মার ভূমিকায় আমির খান!

মহাকাশযাত্রী রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করতে চলেছেন আমির খান৷

aamir-khan-to-play-astronaut-rakesh-sharma-in-his-next-film
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 2:25 pm
  • Updated:January 11, 2021 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন- প্রশ্ন করেছিলেন ইন্দিরা গান্ধী৷ তাঁর উত্তর-‘সারে জাঁহাসে আচ্ছা’৷ কোনও ভারতীয়র কাছেই এই উত্তরদাতা অজানা নন৷ তিনি রাকেশ শর্মা৷ ভারতের প্রথম মহাকাশ যাত্রী৷ তাঁর এই বিখ্যাত উত্তরটিই এবার হয়ত শোনা যেতে পারে আমির খানের মুখে৷ ‘দঙ্গল’-এর পর এবার এই অনন্য মহাকাশযাত্রীর চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি৷

ঠিক আগের ছবিতে তিনি ছিলেন অন্য গ্রহের বাসিন্দা৷ এসেছিলেন এ গ্রহে৷ আর তারপর নানা কাজকর্মে পৃথিবীতে চলতে থাকা ধর্ম নিয়ে ব্যবসার পর্দাটি ফাঁস করেছিলেন৷ ‘পিকে’ ছবির ভিনগ্রহের বাসিন্দা থেকে পরের ছবিতেই তিনি একেবারে মাটির মানুষ৷ ‘দঙ্গল’ ছবিতে তাঁর চরিত্র এক কুস্তিগিরের৷ এ ছবির পরই সম্ভবত আবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন তিনি৷ আক্ষরিক অর্থে না হলেও, চরিত্রের খাতিরে৷ কেন না রাকেশ শর্মার ভূমিকায় এবার অভিনয় করতে চলেছেন আমির৷ বলিঅন্দরে খবর এমনটাই৷

Advertisement

aamir-khan-rakesh-sharma

যে কোনও চরিত্রই তিনি বেছে নেন৷ বলিউডের গড়পরতা নায়কের থেকে এখানেই আলাদা তিনি৷ প্রতি চরিত্রে নিজেকে ভেঙে একেবারে নতুন করে উপস্থাপিত করেন৷ প্রতি চরিত্রে যাতে দর্শক আলাদা স্বাদ পান, সে ব্যাপারে কড়া নজর তাঁর৷  আর তাই দঙ্গলের পর এমনই এক চরিত্র বেছে নিয়েছেন ‘মিঃ পারফেকশনিস্ট’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement