Advertisement
Advertisement

Breaking News

মৃত্যুর ৬ বছর পরে বাবাকে ‘হানিকারক’ আখ্যা আমিরের!

এক ভিডিওয় শোনা গেল তাঁর সেই জবানবন্দি!

Aamir Khan Thought His Father Was ‘Haanikaarak Bapu’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 7:41 pm
  • Updated:November 10, 2016 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রয়াত হয়েছেন সেই ২০১০ সালে। সেই সময়েও আমির খান বাবাকে নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। শুধু সেই সময়েই নয়, কোনও দিনই বাবাকে নিয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। এটুকুই শুধু আমরা জানি যে, তাঁর বাবা প্রয়াত তাহির হুসেন ছিলেন এক নামজাদা প্রযোজক! ব্যস, এটুকুই!
মৃত্যুর ৬ বছর পরে যদিও বাবাকে নিয়ে মুখ খুললেন আমির। এবং, বেরিয়ে এল এক বিস্ফোরক শব্দ! বাবাকে ‘হানিকারক’ বলে উল্লেখ করলেন আমির। এক ভিডিওয় শোনা গেল তাঁর সেই জবানবন্দি।
তবে, এই স্বীকারোক্তি হঠাৎ করে বেরোয়নি আমির খানের মুখ দিয়ে। ‘দঙ্গল’ ছবির একটি গান মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। গানটির নাম দেওয়া হয়েছে ‘হানিকারক বাপু’। সেই গানটি সম্পর্কে জনতাকে সচেতন করতে গিয়েই আমির খানের এহেন জবানবন্দি!
কথায় কথায় জানিয়েছেন আমির, ছোটবেলায় শাসনের চোটে অনেকেরই মনে হয়, তাঁদের বাবার চেয়ে খারাপ মানুষ আর হয় না! বাবা তো নয়, ঠিক যেন হিটলার! ফলে তাঁদের মনে হয়, এরকম বাবা স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই হানিকারক! বলাই বাহুল্য, ঠেঙানি তো আর স্বাস্থ্যের উন্নতি ঘটায় না! এবং, সেটা খেতে ভালও লাগে না! নিজের বাবাকেও ছোটবেলায় এমনটাই মনে হত নায়কের।
অবশ্য, এখন ছবিটা বদলে গিয়েছে। বাস্তবে ছেলে-মেয়েদের কাছে আমির হানিকারক বাপু কি না, তা জানা যায় না! তবে, ‘দঙ্গল’ ছবিতে তো তিনি নিঃসন্দেহেই তাই! যে ভাবে খেপে উঠেছন কুস্তিগির মেয়েদের দিয়ে মেডেল অর্জন করার ব্যাপারে এবং যে ভাবে মেয়েদের রাখছেন কড়া শাসনে, তাতে তো তাঁকে রুপোলি পর্দার ‘হানিকারক বাপু বলাই যায়!g
বাকিটা নিজেই শুনে নিন নিচের ভিডিওয়! খোদ নায়কের মুখ থেকেই!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement