Advertisement
Advertisement

Breaking News

‘দঙ্গল’-এ এতবড় ভুল করে বসলেন আমির খান!

মিঃ পারফেকশনিস্ট কিনা ছবিতে এক মারাত্মক ভুল কর ফেললেন!

 Aamir Khan-starer Dangal gets most important detail of Geeta Phogat's gold-winning match wrong
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 5:06 pm
  • Updated:December 25, 2016 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির পর থেকেই বইছে প্রশংসার বন্যা৷ নোটবন্দির বাজারেও ইতিমধ্যেই ২৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ ক্রীড়াভিত্তিক ছবি হিসেবে দঙ্গল-এ অসাধারণ অভিনয়ের জন্য কুর্নিশ পাচ্ছেন আমির খান৷ সেই তিনি কিনা ছবিতে এক মারাত্মক ভুল কর ফেললেন!

কী সেই ভুল? এ ছবি আসলে কুস্তিগির মহাবীর ফোগাটের জীবন নিয়ে তৈরি৷ তাঁর জীবনের সঙ্গেই উঠে এসেছে মেয়ে গীতা ও ববিতা ফোগাটের জীবনও৷ আসলে মহাবীর নিজে শুধু কুস্তির শীর্ষে পৌঁছননি, বরং নারী ক্ষমতায়নের আলোটিও জ্বালিয়েছিলেন কুস্তির সূত্রেই৷ তাঁর মেয়েরাই প্রমাণ করেছিলেন সে কথা৷ আর তাই মহাবীরের জীবন ও কৃতিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গীতা ও ববিতার কথাও৷ সেখানেই বড় ভুল থেকে গিয়েছে ছবিতে৷ ২০১০ সালে কমনওয়েলথ গেমসে গীতা ফোগাট সোনা জিতেছিলেন৷ সে ম্যাচের স্কোর ছিল ১-০, ৭-০৷ ছবিতে যে ম্যাচ দেখানো হয়েছে সেখানে স্কোর কিন্তু, ৩-০, ৪-৬ ,৬-৫৷

Advertisement

আসলে এই ম্যাচটিই ছবির ক্ল্যাইম্যাক্স৷ তাই যতটা টানটান উত্তেজনা জারি রাখা যায় তাই করেছেন পরিচালক৷ কখনও কখনও পরিচালক সিনেমায় স্বাধীনতা নিতে পারেন৷ বাস্তব ঘটনাকে নিজের মতো ব্যাখ্যা করতেই পারেন৷ কিন্তু যেখানে গীতার জীবনই হুবহু উঠে এসেছে, সেখানে ম্যাচের ফলাফল আলাদা হয় কী করে৷ এই প্রশ্নই তুলেছেন অনেকে৷ বলিপাড়ায় মিঃ পারফেকশনিস্ট হিসেবেই পরিচিত আমির৷ সেক্ষেত্রে তাঁর ছবিতেই এ ধরনের তথ্যবিকৃতি পেয়ে রীতিমতো হতবাক দর্শক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement