Advertisement
Advertisement

Breaking News

‘দঙ্গল’-এর ব্যবসা কম হোক, তবুও মোদিকে সমর্থন আমিরের

নিন্দুকদের দাবি, হঠাৎ করে সরকারকে সমর্থন করে নিজের ছবির প্রচার সারছেন মিস্টার পারফেকশনিস্ট৷

Aamir Khan Backs Note Ban
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 5:25 pm
  • Updated:November 14, 2016 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে ‘দঙ্গল’-এর ব্যবসায় যত ক্ষতি হয় হোক, তাতে কোনও আপত্তি নেই আমিরের৷ দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা৷ নিজের নতুন ছবির প্রচারে এসে জোর গলায় নোট বাতিলের হয়ে সওয়াল করেছেন মিস্টার পারফেকশনিস্ট৷

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন করে আসছে বলিউড৷ এই তালিকা থেকে থেকে এতদিন বাদ ছিলেন আমির৷ অনেকেই বলতে শুরু করেছিলেন, ‘অসহিষ্ণুতা’ বিতর্কে সমালোচিত হওয়ার পর থেকেই বলি সুপারস্টার একটু দেশ-কাল-পাত্র নিয়ে মিডিয়ার সামনে কমই মুখ খুলছেন৷ তবে ‘দঙ্গল’-এর প্রচার অভিযানে ফের স্বমহিমায় আমির৷ অবশ্য এবারে তিনি সরকারের সমর্থনই করেছেন নিজের এই মন্তব্যে৷

Advertisement

যদিও নিন্দুকদের দাবি, হঠাৎ করে সরকারকে সমর্থন করে নিজের ছবির প্রচার সারছেন আমির৷ কারণ ছবির মুক্তির আগে ছাড়া সংবাদ মাধ্যমের সামনে বলিউড অভিনেতাকে সেভাবে পাওয়াই যায় না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement