সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি চিরাচরিত নায়ক হতে কখনও চাননি। নায়কের থেকে তিনি বেশি উৎসাহী চরিত্রাভিনেতা হতে। কারণ, চরিত্রের সঙ্গে নানারকমের এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে। তিনি অবশ্য সব ছবির লুক নিয়েই ভাবনা চিন্তা করে থাকেন খুব বেশি। এমনকী তাঁকে নাকি বলিউডের দ্বিতীয় পারফেকশনিস্টও বলে থাকেন অনেকে। তিনি রাজকুমার রাও। পেশার প্রতি রাজকুমার এতটাই দায়বদ্ধ যে চরিত্রের খাতিরে ওজন বাড়িয়ে নেওয়া বা কমিয়ে নেওয়া তাঁর বাঁ হাতের খেল। সম্প্রতি সোশ্যাল সাইটে পোস্ট করলেন এমনই একটি ছবি।
[শিশুদের নিয়ে রিয়ালিটি শো বন্ধ হোক, দাবি পরিচালকের]
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘রাবতা’। যেখানে তাঁকে দেখা গিয়েছিল এক অদ্ভুত চরিত্রে, যার বয়স ৩২৪ বছর। তাঁর মেকআপ দেখে বোঝা দায় ছিল যে তিনিই রাজকুমার রাও। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘ট্র্যাপড’। যেখানে চরিত্রের খাতিরে বেশ কিছুটা ওজন কমিয়েছিলেন তিনি। তারপর ‘বেহেন হোগি তেরি’ ছবির জন্য সিক্স প্যাক বানান রাজকুমার। আপাতত তিনি ব্যস্ত তাঁর পরবর্তী ওয়েব সিরিজ নিয়ে। নেতাজির সুভাষচন্দ্র বোসের জীবন নিয়ে এই ওয়েব সিরিজ।
[হল মালিকদের পাশে দাঁড়িয়ে সরকারকে আরজি রজনীকান্তের]
নিজেকে নেতাজির চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে বেশ কিছুটা ওজন বাড়িয়েছেন রাজকুমার। সোশ্যাল সাইটে তিনি জানান, পর্দায় কারও চরিত্র তুলে আনা বেশ উত্তেজক বিষয়। হানসাল মেহেতার পরিচালনায় এই ওয়েব সিরিজের জন্য নিজের মাথার চুলও অর্ধেকটা কামিয়ে ফেলেছেন রাজকুমার। আপাতত ‘বোস’ নিয়ে তিনি চূড়ান্ত ব্যস্ত। রাজকুমার কীভাবে পর্দায় নিজেকে নেতাজি হিসেবে তুলে ধরেন তা নিয়ে কৌতুহল বাড়ছে।
Dedication : After having half shaved head, actor @RajkummarRao now put on 11 KG weight for his character in @mehtahansal‘s #Bose. pic.twitter.com/8Eh3U4GoUh
— prashant soni (@PrashantSoniNBT) 5 July 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.