Advertisement
Advertisement

Breaking News

ধোনি, শচীনদের পাল্লা দিয়ে বড় পর্দায় এবার সত্যেন

গেম রিডিং ও পাসিং দক্ষতার জন্য তিনি নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে এখনও সমান জনপ্রিয়৷ একটা সময় মোহনবাগান, মহামেডানে খেলেছেন চুটিয়ে৷

A Film On Indian Football Legend VP Sathyan Coming Out Soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 11:26 am
  • Updated:November 1, 2016 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলছেন, বড়সড় ঝুঁকি নিয়ে ফেলছেন প্রজেশ সেন৷
মহম্মদ আজহারুদ্দিনের জীবনী রুপোলি পর্দায় তেমন একটা সাড়া ফেলতে পারেনি৷ তবে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক হিট৷ এখন অপেক্ষা শচীন তেণ্ডুলকরের জীবনীর জন্য৷ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বায়োপিকের বাজার দর ভালই, এটা বেশ বুঝে গিয়েছেন পরিচালকরা৷ তা বলে একজন ভারতীয় ফুটবলারের জীবনী পর্দায় তুলে আনার কাজটি কতটা কঠিন? প্রজেশ সেন শেষমেশ ঝুঁকি নিলেন৷ তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাত্তা পরমব্রথ সত্যেনের কথা দর্শকরা জানতে পারবেন এবার৷ সিনেমার বাজেট দশ কোটি৷ ছবিতে সত্যেনের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক জয়সূর্য৷

vpsathyan_web
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাত্তা পরমব্রথ সত্যেন

কেরলে ফুটবল নিয়ে উন্মাদনা বরাবরের৷ কিন্তু কেরলের ফুটবলের পরিচিতি অনেকটা জনপ্রিয়তা পেয়েছে সত্যেনের জন্য৷ কেরল পুলিশের হয়ে দু’বার ফেডারেশন কাপ ও দু’বার সন্তোষ ট্রফি জিতেছিলেন কেরলের এই ফুটবলার৷ একটা সময় তাঁর পায়ের যাদুতে ভর করেই ভারতীয় ফুটবলে কর্তৃত্ব কায়েম করেছিল কেরল পুলিশের দলটি৷ ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই সেন্টার ব্যাক মনে করতেন, কোনও ফুটবলার নিজের স্কিল ও টেকনিকের উন্নতি করতে চাইলে তাঁকে অবশ্যই ভিন রাজ্যে গিয়ে খেলতে হবে৷ গেম রিডিং ও পাসিং দক্ষতার জন্য তিনি নতুন প্রজন্মের ফুটবলারদের কাছে এখনও সমান জনপ্রিয়৷ একটা সময় কলকাতাতেও খেলতে এসেছিলেন সত্যেন৷ মোহনবাগান, মহামেডানে খেলেছেন চুটিয়ে৷ ময়দানের ফুটবল ইতিহাসে এখনও ভিপি সত্যেনের নাম উজ্জ্বল হরফে লেখা৷

Advertisement
jayasurya_web
সত্যেনের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক জয়সূর্য৷

ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা চরিত্রগুলির মধ্যে তাঁকে ধরা হয়৷ খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন সত্যেন৷ তবে সেই যাত্রা খুব একটা সুখকর হয়নি তাঁর জন্য৷ ২০০৬-এ হতাশাজনিত কারণে আত্মহত্যার পথ বেছে নেন ভারতীয় ফুটবলের এই জনপ্রিয় অধিনায়ক৷ বয়স তখন মাত্র ৪১৷
ভারতীয় ফুটবলের একাধিক চরিত্র নিয়ে তেমন একটা আলোচনা কখনও হয়নি৷ বায়োপিক তো দূরের কথা৷ সত্যেনের উপর এই সিনেমা সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ নয় কি? পরিচালক প্রজেশ বলছিলেন, “সবাই ক্রিকেটারদের কথা বললে ফুটবল তো এই দেশ থেকে উঠেই যাবে৷ সত্যেন ভারতীয় ফুটবলের সাহসী চরিত্র৷ অনেকেই জানেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement