Advertisement
Advertisement

Breaking News

দর্শকদের প্রিয় হয়েও অনুষ্ঠানে ব্রাত্য খুদে শিল্পী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সমালোচনা

কেন আমন্ত্রণ পেল না শিশুশিল্পী স্যমন্তক? ক্ষুব্ধ অনুরাগীরা৷

A child artist has not been invited in a programme at Zee Bangla
Published by: Sucheta Sengupta
  • Posted:March 17, 2019 6:54 pm
  • Updated:March 17, 2019 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞান হওয়ার পর থেকেই জীবনের বাকি সব শিক্ষার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও পরিচিত হয়েছে টলিপাড়ার খুদে শিল্পী স্যমন্তক দ্যুতি মৈত্র৷ ছোটপর্দা, বড়পর্দা সবেতেই সাবলীলভাবে অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ ইদানিং টেলি ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ছে তার৷ বড়দেরও স্নেহভাজন হয়ে উঠেছে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, ছোট বলে কিছুটা অবহেলিতই রয়ে গিয়েছে স্যমন্তক৷ অন্তত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে৷

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের যোগ্য জবাব দিলেন নুসরত

জি বাংলার বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান সোনার সংসার অ্যাওয়ার্ড৷ ছোটপর্দার ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার প্রদান৷ এই চ্যানেলে কাজ করা সমস্ত কলাকুশলীর আমন্ত্রণ থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে৷ প্রত্যেকের কাছে আয়োজক সংস্থার তরফে আমন্ত্রণপত্র পৌঁছে যায়৷ ডাক পান প্রবীণ শিল্পীরাও৷ ছোটই হোক আর বড়, কোনও অভিনেতাই বাদ যাননি৷ এই অনুষ্ঠানে সকল অতিথিই সমান৷ সাধারণত এমনটাই হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে৷

Advertisement

zee-sonar-sangsar

স্পর্শকাতর বলে রাজ্যকে অপমান করা হচ্ছে, কমিশনে নালিশ সুবোধ-অরিন্দমদের

কিন্তু এবছর একটু ব্যতিক্রম৷ দেখা গেল, জি বাংলার দুটি ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শকের কাছে প্রিয় এবং পরিচিত মুখ হয়ে ওঠা সত্ত্বেও জি বাংলা সোনার সংসার ২০১৯-এ আমন্ত্রণ পেল না ছোট্ট স্যমন্তক৷ এই মুহূর্তে  ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে টিনটিন এবং ‘নেতাজি’তে নায়কের ছোটমামা রণেনের ভূমিকায় রোজ অন্দরে দেখা যায় তাকে৷ সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপ আর চেপে রাখতে পারেনি সে৷ বলেছে, ‘জানি না, কেন বা কারা আমার আমন্ত্রণ পত্রটার কথা বেমালুম ভুলে গেল৷ তবে একটু দুঃখ হলেও রাগ করিনি কারুর উপর৷ কারণ, তাঁরা তো আমার খুব কাছের৷’ স্যমন্তকের এই পোস্ট নেটিজেনদের বেশ নজর কেড়েছে৷ অনেকেই এনিয়ে সমালোচনা করছেন৷ শিশুশিল্পী বলে উদ্যোক্তারা তাকে এভাবে ব্রাত্য করা হয়েছে বলে মনে করছে দর্শকদের একাংশ৷ প্রশ্ন উঠছে আয়োজকদের দায়িত্ববোধ নিয়েও৷ অনেকেই বলতে শুরু করেছেন, হতেই পারত যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সেরা শিশুশিল্পীর মনোনয়নে স্যমন্তকের নাম রয়েছে৷ কিন্তু যাকে অনুষ্ঠানেই ডাকা হয়নি, সে মনোনয়ন বা স্বীকৃতির সুযোগ থেকেই বঞ্চিত হল৷ তবে এই পোস্ট দেখে জি বাংলা সোনার সংসারের আয়োজকরা ড্যামেজ কন্ট্রোল করে তড়িঘড়ি স্যমন্তককে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে কি না, সেই উত্তর নির্ধারিত দিনের অনুষ্ঠান থেকেই মিলবে৷

samontak-post

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement