Advertisement
Advertisement

Breaking News

শুভশ্রীর গানেই এবার বিশ্বে রেকর্ড গড়বে টলিউড!

নায়ক ও নায়িকার পোশাক বদলেই নাকি এবার রেকর্ড করতে চলেছে টলিউড৷

 34 costume changes in a song, is tollywood set to record in world?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 6:42 pm
  • Updated:September 7, 2016 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব সিনেমার মানচিত্রে বাংলা সিনেমার অবস্থান ঠিক কোথায়? ঐতিহ্যের কথা সরিয়ে রাখলে সাম্প্রতিক অতীতে সেরকম বলার মতো তেমন কিছু হয়তো মিলবে না৷ তবে ফিলহাল টলিপাড়ায় শোনা যাচ্ছে, একটা বিশ্বরেকর্ড নাকি  হয়েছে৷ কী সেটা? গানে নায়ক ও নায়িকার পোশাক বদলেই নাকি এবার রেকর্ড করতে চলেছে টলিউড৷

তা কে সেই নায়ক-নায়িকা? গানটিই বা কী! এতবার পোশাক বদলে যে গানে রাজি হয়েছেন নায়ক-নায়িকা, সে গানের নামও ‘আমি রাজি’৷ গানটি আছে শুভশ্রী-ওম অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন গান৷ এ গান গেয়েছেন অ্যাশ কিং ও মধুবন্তী৷ কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান৷ আর এ গানেই বার চৌত্রিশ পোশাক বদলেছেন নায়ক ও নায়িকা৷ সুদীপ্ত সরকার পরিচালিত এ ছবিই নাকি এখন বিশ্ব রেকর্ডের মুখে৷ প্রযোজক সংস্থার দাবি, বিশ্বে সম্ভবত এই প্রথম কোনও গানে এতবার পোশাক বদলানো হয়েছে৷ এ দাবি যথার্থ কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে৷ তবে যদি সত্যি হয়, তাহলে অন্তত বাংলা ছবি একটা রেকর্ড করতে চলেছে৷ তবে সিনেপ্রেমীদের অনেকের সংশয়, এক গানে এতবার পোশাক পরিবর্তনের পর সিনেমায় কন্টিনিউটি ব্যাপারটার হাল কী হবে তা নিয়ে৷ কেউ কেউ আবার এ প্রশ্ন উড়িয়ে দিয়ে কস্টিউম ডিজাইনারের হাল নিয়েও চিন্তিত৷ বেচারি! এক গানে তাঁকে যা খাটতে হয়েছে এত খাটনি বোধহয় ফ্যাশন শোয়ের আগে কোনও ডিজাইনারকেও খাটতে হয় না৷ তবে তাতে যদি একটা বিশ্বরেকর্ড হয়ে যায়, তবে মন্দ কী!

Advertisement

দেখে নিন সেই গানটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement