Advertisement
Advertisement

বড়পর্দায় উঠে এল ৮৪’র শিখ দাঙ্গার জ্বলন্ত দলিল

প্রথম ঝলকেই নজর কাড়তে বাধ্য বাস্তবের সেলুলয়েড ভার্সান৷

31st October, the trailer looks impressive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 7:26 pm
  • Updated:August 31, 2016 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই দিনটাও ছিল ৩১ অক্টোবর৷ সালটা ছিল ১৯৮৪৷ সারা দেশ যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুতে শোকপালন করছিল, আতঙ্কের কালো অন্ধকার নেমে এসেছিল শিখ সম্প্রদায়ের জীবনে৷ দাঙ্গার আগুনে দাউদাউ করে জ্বলছিল দেশের উত্তর-পশ্চিম প্রান্তের রাজ্যটি৷

জ্বলন্ত সেই সময়ের দলিলই উঠে এসেছে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শিবাজি লোটন পাটিলের ক্যামেরায়৷ ছবির নাম ‘৩১ অক্টোবর’৷ প্রথম ঝলকেই নজর কাড়তে বাধ্য বাস্তবের সিনে-দলিল৷

Advertisement

ছবিতে দাঙ্গা আক্রান্ত শিখ দম্পতির ভূমিকায় দেখা যাবে বীর দাস ও সোহা আলি খানকে৷ ‘মস্তিজাদে’, ‘সান্তা বান্তা’র মতো কমেডির পর সিরিয়াস রোলে বেশ নজর কেড়েছেন বীর৷ নতুন ইনিংসে প্রমিসিং মনে হচ্ছে সোহাকেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement