স্টাফ রিপোর্টার: কলকাতা ফিরে এল কলকাতাতেই৷
মাঝে ছিল বাইশটা বছর৷ যতই সে আন্তর্জাতিক হোক, গায়ের আটপৌরে গন্ধটা কোথায় যাবে৷ বাইশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা তাই বাংলা ভাষায়৷ যে ভাষায় আড্ডা মারে কলকাতা৷ গান গায়, স্বপ্ন দেখে৷ সে ভাষাতেই রুপোলি পর্দা উঠবে উৎসবের৷
যে উৎসবে এসে কেঁদেছিলেন মিচেল্যাঞ্জেলো আন্তোনিওনি৷ তিনি সেবার রবীন্দ্রসদনে৷ তাঁর সিনেমার প্রদর্শনীতে ঠাসা ভিড়৷ বসার জায়গা নেই৷ সিঁড়িতে, চেয়ারের হাতলে পর্যন্ত লোক বসে৷ এত আবেগ এ শহরের! সে আবেগকে মাথায় রেখেই এবার চলচ্চিত্র উৎসবের থিম ‘সিনেমার সবাই, সবার সিনেমা’৷ কেনজি মিজোগুচি, গ্রেগরি পেক আর কানন দেবী, আক্ষরিক অর্থেই বাইশতম চলচ্চিত্র উৎসব যেন বৈচিত্রের সমাহার৷ সত্যজিতের আঁকা নন্দনের সেই মডেল এবার উৎসবের পোস্টারে৷
এদিন বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য, চেয়ারম্যান গৌতম ঘোষ৷ আগামী ১১ থেকে ১৮ নভেম্বর চলবে এই উৎসব৷ ৬৫টি দেশের ১৫৫টি সিনেমা চলবে ১৩টি পর্দায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে উৎসবের সুর৷ সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, “সকলের কাছে চলচ্চিত্রকে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে৷ সে কারণে এবারও রয়েছে পাড়ায় পাড়ায় সিনেমা৷” এদিন পর্দা উঠল দু মিনিটের অডিও ভিজুয়্যাল ক্লিপটির৷ যেখানে টানা সাতদিন একসঙ্গে চলমান ছবি দেখার শপথ নিয়েছে তিলোত্তমা৷ কলকাতার ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্র্রচারিত হবে সেটি৷
এবছরের চলচ্চিত্র উৎসবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে৷ রয়েছে সে দেশের সাতটি সিনেমা৷ মারাঠি ভাষার বিশেষ কিছু সিনেমাও প্রদর্শিত হবে উৎসবে৷ মহিলা পরিচালিত সেরা চলচ্চিত্র, সেরা মহিলা পরিচালকের মতো বিভাগগুলির পাশে এবার জায়গা করে নিয়েছে ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস৷’ শেকসপিয়রের ৪৫০ তম মৃত্যুবার্ষিকীতে থাকছে একটি বিশেষ তথ্যচিত্র ‘লিটারেচার অ্যান্ড সিনেমা৷’ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পাশাপাশি থাকছে ১৩৬টি ডকুমেন্টারি৷
“যা যা বলার আছে, সমস্ত বলা হয়ে গিয়েছে৷” গতবছর উৎসব উদ্বোধনে এসে এমনটাই বলেছিলেন অমিতাভ বচ্চন৷ তবে কলকাতার আবার অনুরোধ ফেলতে পারেননি বিগ বি৷ এবারও তিনি ৎসবে প্রদীপ প্রজ্বলন করবেন৷ তাঁকে সঙ্গত করবেন সঞ্জয় দত্ত, কাজল, জয়া বচ্চন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.