Advertisement
Advertisement

এই প্রথম বাংলা ছবি দিয়ে উদ্বোধন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

এবারেও উদ্বোধক অমিতাভ বচ্চন। সঙ্গে বিশেষ গুরুত্ব চিনের ছবিতে।

22nd Kolkata International Film Festival To Inaugurate With Bengali Movie
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 11:04 am
  • Updated:November 4, 2016 11:04 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা ফিরে এল কলকাতাতেই৷
মাঝে ছিল বাইশটা বছর৷ যতই সে আন্তর্জাতিক হোক, গায়ের আটপৌরে গন্ধটা কোথায় যাবে৷ বাইশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা তাই বাংলা ভাষায়৷ যে ভাষায় আড্ডা মারে কলকাতা৷ গান গায়, স্বপ্ন দেখে৷ সে ভাষাতেই রুপোলি পর্দা উঠবে উৎসবের৷
যে উৎসবে এসে কেঁদেছিলেন মিচেল্যাঞ্জেলো আন্তোনিওনি৷ তিনি সেবার রবীন্দ্রসদনে৷ তাঁর সিনেমার প্রদর্শনীতে ঠাসা ভিড়৷ বসার জায়গা নেই৷ সিঁড়িতে, চেয়ারের হাতলে পর্যন্ত লোক বসে৷ এত আবেগ এ শহরের! সে আবেগকে মাথায় রেখেই এবার চলচ্চিত্র উৎসবের থিম ‘সিনেমার সবাই, সবার সিনেমা’৷ কেনজি মিজোগুচি, গ্রেগরি পেক আর কানন দেবী, আক্ষরিক অর্থেই বাইশতম চলচ্চিত্র উৎসব যেন বৈচিত্রের সমাহার৷ সত্যজিতের আঁকা নন্দনের সেই মডেল এবার উৎসবের পোস্টারে৷

filmfest1_web
কলকাতা চলচ্চিত্র উৎসবের পোস্টার প্রকাশে মন্ত্রী অরূপ বিশ্বাস, চিত্র পরিচালক গৌতম ঘোষ, তথ্য সংস্কৃতি দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য৷ নন্দনে বৃহস্পতিবার। ছবি: অমিত ঘোষ।

এদিন বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য, চেয়ারম্যান গৌতম ঘোষ৷ আগামী ১১ থেকে ১৮ নভেম্বর চলবে এই উৎসব৷ ৬৫টি দেশের ১৫৫টি সিনেমা চলবে ১৩টি পর্দায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে উৎসবের সুর৷ সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, “সকলের কাছে চলচ্চিত্রকে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে৷ সে কারণে এবারও রয়েছে পাড়ায় পাড়ায় সিনেমা৷” এদিন পর্দা উঠল দু মিনিটের অডিও ভিজুয়্যাল ক্লিপটির৷ যেখানে টানা সাতদিন একসঙ্গে চলমান ছবি দেখার শপথ নিয়েছে তিলোত্তমা৷ কলকাতার ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্র্রচারিত হবে সেটি৷
এবছরের চলচ্চিত্র উৎসবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে৷ রয়েছে সে দেশের সাতটি সিনেমা৷ মারাঠি ভাষার বিশেষ কিছু সিনেমাও প্রদর্শিত হবে উৎসবে৷ মহিলা পরিচালিত সেরা চলচ্চিত্র, সেরা মহিলা পরিচালকের মতো বিভাগগুলির পাশে এবার জায়গা করে নিয়েছে ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস৷’ শেকসপিয়রের ৪৫০ তম মৃত্যুবার্ষিকীতে থাকছে একটি বিশেষ তথ্যচিত্র ‘লিটারেচার অ্যান্ড সিনেমা৷’ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পাশাপাশি থাকছে ১৩৬টি ডকুমেন্টারি৷
“যা যা বলার আছে, সমস্ত বলা হয়ে গিয়েছে৷” গতবছর উৎসব উদ্বোধনে এসে এমনটাই বলেছিলেন অমিতাভ বচ্চন৷ তবে কলকাতার আবার অনুরোধ ফেলতে পারেননি বিগ বি৷ এবারও তিনি ৎসবে প্রদীপ প্রজ্বলন করবেন৷ তাঁকে সঙ্গত করবেন সঞ্জয় দত্ত, কাজল, জয়া বচ্চন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement