Advertisement
Advertisement
21 July TMC Shahid Diwas

একুশের মঞ্চে দেব-রাজ-জুন-ইউসুফ-রচনারা, মমতার ডাকে আর কোন তারকারা এলেন?

একুশের মঞ্চে তারকা সমাবেশ।

21 July TMC Shahid Diwas: Dev, Raj, Yusuf Pathan, Rachana celebs full attendance
Published by: Sandipta Bhanja
  • Posted:July 21, 2024 3:34 pm
  • Updated:July 21, 2024 4:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে শশব্যস্ত শহর কলকাতা। কারণ একটাই। আজ একুশে জুলাই। লোকসভা ভোটে সাফল্যের পর প্রথম বড় তৃণমূলের কর্মসূচি। ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া দলীয় কর্মী-সমর্থকদের ভিড়। এদিন শহরের সব পথ মিশেছে ধর্মতলায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ। রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়ল তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। টলিপাড়ার কোন তারকারা এলেন?

শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এলেন ঘাটালের তারকা সাংসদ দেব, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, মেদিনীপুরের নতুন সাংসদ জুন মালিয়া থেকে হুগলির ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, যাদবপুরের দাপুটে সাংসদ সায়নী ঘোষ। একুশের মঞ্চে দেখা গেল লোকসভা ভোটে বহরমপুরের পিচের সুপারস্টার খিলাড়ি ইউসুফ পাঠানকেও। গতবার সঙ্গী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে এলেও এবার বাড়িতে গুরুপূর্ণিমার পুজো এবং শুটিংয়ের ব্যস্ততার জন্য আসতে পারেননি নবপরিণীতা অভিনেত্রী। সাদা পাঞ্জাবিতে একাই দেখা গেল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। এছাড়াও বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টলিপাড়ার স্বনামধন্য পরিচালক সুদেষ্ণা রায়, গায়ক নচিকেতা চক্রবর্তী, লাভলি মৈত্র, শ্রীতমা ভট্টাচার্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে হাজির ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ২১ জুলাই LIVE UPDATE: ‘লোভ করবেন না’, একুশের মঞ্চ থেকে ‘দুর্নীতিগ্রস্ত’দের কড়া বার্তা মমতার]

সাদামাটা সাজপোশাকেই একুশের মঞ্চে দলনেত্রীর পাশে দেখা গেল টলিপাড়ার তারকাদের। গতবারের মতো এবারেও গানে গানে সভামঞ্চ মাতালেন নচিকেতা চক্রবর্তী। নতুন গানেই বিঁধলেন মোদি সরকারকে। চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপিকে ধরাশায়ী করে দেওয়া তৃণমূলের এহেন সাফল্যের জয়োচ্ছ্বাস এদিনের সভাতেও ধরা পড়ল। একুশের মঞ্চে তারকা সমাবেশের মধ্যমণি হয়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: অনন্যায় মন মজেছে হার্দিকের, সোশাল মিডিয়ায় বড় ইঙ্গিত! আম্বানিদের জলসাতেই শুরু নতুন ইনিংস?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement