সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দীপাবলি৷ এই সময় গোটা বাড়ি আলোয় আলোয় সাজিয়ে তোলেন সকলেই৷ বৈদ্যুতিন আলোর পাশাপাশি মোমবাতির সাজে সাজিয়ে তোলেন গোটা বাড়ি৷ লেগে যায় আলো কেনার ধূম৷ ক্রেতার ভিড় বেশি থাকায় এই সময় মোমবাতির দামও থাকে যথেষ্ট ঊর্ধ্বমুখী৷ কিন্তু ভাবুন তো, কালীপুজোর মরশুমে যদি বিনা খরচেই গোটা বাড়ি আপনি সাজিয়ে ফেলতে পারেন, তাহলে কী ভাল হত তাই না? আবার ভাবছেন এ কীভাবে সম্ভব? জানেন কী, কয়েকটি পদ্ধতিগুলি অবলম্বন করে সামান্য খরচে আপনিও বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মোমবাতি৷ আপনার জন্যই রইল টিপস৷
প্রথমেই সরু সাদা রংয়ের পুরনো প্রচুর মোমবাতি জোগাড় করুন৷ দীপাবলির দিন বাড়িতে সাদা মোমবাতি জ্বালানো পছন্দ করেন না অনেকেই৷ সবাই চান আলোর উৎসবে বাড়িতে থাক রংয়ের ছোঁয়া৷ আলোর উৎসবে বরং বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি৷ রঙিন মোমবাতি তৈরির জন্য প্রয়োজন মোম রংয়ের৷ মোমের সঙ্গে রং মিশিয়েই আপনি তৈরি করতে পারেন রঙিন মোমবাতি৷ যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই আকারের পাত্রও নিতে হবে আপনাকে৷ এছাড়া মোমবাতি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে জলের৷
এবার চলুন শুরু করি মোমবাতি তৈরির কাজ৷ পুরনো মোমবাতি এবং মোম রংগুলিকে প্রথমে একসঙ্গে একটি পাত্রে ভেঙে জড়ো করুন৷ এরপর আলাদা একটি পাত্রে জল নিন৷ পাত্রের জলটি গ্যাসে গরম করতে বসান৷ ফুটন্ত জলের মধ্যে মোম এবং মোম রং-সহ পাত্রটি বসান৷ মোমগুলি গলে তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন৷ একটু মোটা সাদা সুতো নিন৷ ওই পাত্রের মধ্যে সুতো রাখুন৷ গরম থাকতে থাকতে এবার পাত্রের ভিতর গরম ও তরল মোমটি ঢেলে দিন৷ তরল মোম জমতে কিছুটা সময় দিন৷ মোম জমে গেলে, আস্তে আস্তে তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন৷ দেখবেন তাতেই তৈরি হয়ে গিয়েছে মোমবাতি৷ এভাবে নিজের হাতে তৈরি মোমবাতি দিয়েই দীপাবলিতে সাজিয়ে ফেলুন গোটা বাড়ি৷ আর অবাক করে দিন সকলকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.