সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দিনই বিয়ে। তা বলে কি নির্বাচন থেকে ব্রাত্য থাকা যায়! তাই শাকারপুরে বিয়ে করতে যাওয়ার আগে বরযাত্রী নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পাত্র। এদিন শাকারপুরের এমসিডি প্রাইমারি স্কুলে ভোট দেন তাঁরা। পাত্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিল্লির নির্বাচন কমিশনও।
Voting underway in Delhi, visuals from a polling booth in MCD primary school in Shakarpur. A bridegroom also cast his vote with his family. #DelhiElections2020 pic.twitter.com/KiUvTfhFw6
— ANI (@ANI) February 8, 2020
শনিবার দিল্লিতে ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। গত ৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরে ফের মসনদে ফেরার আশায় লড়াইয়ে শামিল কেজরিওয়ালের আপ। রাজধানীর শাসন ক্ষমতা নিজেদের হাতে রাখার লক্ষে ঝাঁপিয়েছে বিজেপি। কেজরির কাজ, বিজেপির হিন্দুত্ববাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শাহিনবাগ, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিক্ষোভ। নানা দিক থেকে দিল্লির নির্বাচন এবার বিশেষ নজরে। শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট। রাজধানী জুড়ে মোতায়েন ৪২ হাজার পুলিশকর্মী, ১৯০ কোম্পানি আধাসেনা। বিশেষ নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে জামিয়া ও শাহিনবাগ সংলগ্ন এলাকায়। ভোটারদের সুবিধার্থে ভোর চারটে থেকে চালু হয়েছে মেট্রো। বিকেল ৪টে পর্যন্ত দিল্লিতে প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে।
শাকারপুরের ধনচন্দ্র ধ্যানীর বিয়ে ছিল শনিবার। আবার এদিনই ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। বিয়ের জন্য ভোট দেওয়া হবে না, তা মানতে পারেননি ধনচন্দ্র। তাই সকাল-সকাল শেরওয়ানি, মাথায় বরের পাগড়ি পরে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন ধ্যানচন্দ্র। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা রীতিমতো সেজেগুজে ভোট দিতে এসেছিলেন। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ভোটের লাইনে দাঁড়িয়ে ব্যান্ডপার্টির মিউজিকের তালে তালে নাচতেও দেখা যায় তাঁদের।
A groom and his family wait for their turn outside a polling booth at Shakarpur. (For cameras they danced well) pic.twitter.com/Jowl8JfowX
— Amandeep Singh ਅਮਨਦੀਪ ਮਿਂਘ (@journoaman) February 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.