Advertisement
Advertisement

Breaking News

Zimbabwe

টি-২০তে ইতিহাস জিম্বাবোয়ের, সিকান্দারদের দাপটে তছনছ একঝাঁক রেকর্ড, ভাঙল ভার‍তের নজিরও

২৯০ রানে জিতে যায় জিম্বাবোয়ে।

Zimbabwe sets the record of highest t20 total
Published by: Anwesha Adhikary
  • Posted:October 23, 2024 9:24 pm
  • Updated:October 23, 2024 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০র এক ইনিংসে উঠল প্রায় সাড়ে তিনশো রান! অবিশ্বাস্য নজির গড়ে ফেলল জিম্বাবোয়ে। বুধবার এক ইনিংসে ৩৪৪ রান তুললেন সেদেশের ব্যাটাররা। ক্রিকেট ইতিহাসে প্রথমবার টি-২০ ম্যাচের এক ইনিংসে এত রান উঠল। এর আগে টি-টোয়েন্টির এক ইনিংসের সর্বোচ্চ রান ছিল ৩১৪।

বুধবার গাম্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল জিম্বাবোয়ে। টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ারের ম্যাচ ছিল এদিন। গ্রুপ বি’তে থাকা দুই দল এদিন খেলতে নামে নাইরোবির রুয়ারকা স্পোর্টস ক্লাবের মাঠে। সেখানেই কার্যত তাণ্ডব চালান জিম্বাবোয়ের ব্যাটাররা। সর্বোচ্চ ১৩৩ রান করেন সিকান্দার রাজা। ৪৩ বলের ইনিংসে তিনি মারেন ১৫টি ছক্কা আর ৭টি বাউন্ডারি। মাত্র ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। টপ অর্ডারের দাপটে ২০ ওভারের শেষে ৩৪৪ রানে থামে জিম্বাবোয়ে।

Advertisement

রানের পাহাড় গড়ে একগুচ্ছ নজির স্থাপন করেছেন সিকান্দার রাজারা। টি-২০ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রান করল জিম্বাবোয়ে। এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল নেপাল, মঙ্গোলিয়ার বিরুদ্ধে। তবে টেস্ট খেলিয়ে কোনও দেশই এর আগে টি-২০তে তিনশোর গণ্ডি পেরতে পারেনি। সর্বোচ্চ ২৯৭ রান করেছিল ভারত। চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে এই নজির গড়ে মেন ইন ব্লু। সেই নজিরও এদিন ভাঙল জিম্বাবোয়ে। টেস্ট খেলিয়ে দেশ হিসাবে তিনশোর গণ্ডি পেরিয়ে সাড়ে তিনশোর দোরগোড়ায় এসে থামল আফ্রিকার দেশটি।

গাম্বিয়ার বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকান রাজা। টি-২০ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতরান। সবমিলিয়ে ২৭টি ছক্কা মেরেছেন জিম্বাবোয়ে ব্যাটাররা। এটাও টি-২০ ইতিহাসের নয়া নজির। অন্যদিকে, টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়লেন গাম্বিয়ার মুসা জোবারতে। ৪ ওভারে ৯৩ রান দিয়েছেন তিনি। ৩৪৪ রানের পাহাড় তাড়া করতে গিয়ে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় গাম্বিয়া। ২৯০ রানে জিতে যায় জিম্বাবোয়ে। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বাধিক ব্যবধানে জয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement