Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

শুধু বিরাট-রোহিত দোষী কেন? অজিদের কাছে হারের পর প্রশ্ন তুললেন যুবরাজ

সিরিজ হারের পর পুরো দেশজুড়ে যেভাবে বিরাট কোহলি আর রোহিত শর্মার সমালোচনা চলছে, সেটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না যুবরাজ।

Yuvraj Singh says Virat Kohli and Rohit Sharma are not only one to blame

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 8, 2025 8:05 pm
  • Updated:January 8, 2025 8:05 pm  

স্টাফ রিপোর্টার: দশবছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া। অস্ট্রেলিয়া গিয়ে ১-৩তে টেস্ট সিরিজে হেরে দেশে ফেরা। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের। তবে অস্ট্রেলিয়ার কাছে হারের থেকেও দেশের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বড় ব্যর্থতা, এমনটাই বক্তব্য ভারতের অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের।

এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “আমার মতে, দেশের মাঠে নিউজিল্যান্ডের কাছে। হারটা দলকে বেশি কষ্ট দেবে। আমরা ঘরের মাঠে ০-৩ টেস্ট হেরেছি। সেটা কখনওই মেনে নেওয়া যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হার তবু মানতে পারি। গত দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা জিতেছি। এবার জিততে পারেনি। সেটা তবু ঠিক আছে। কিন্তু ঘরের মাঠে দল যেভাবে হোয়াইটওয়াশ হয়েছে, সেটা মানা সম্ভব নয়।”

Advertisement

সিরিজ হারের পর পুরো দেশজুড়ে যেভাবে বিরাট কোহলি আর রোহিত শর্মার সমালোচনা চলছে, সেটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না যুবরাজ। বলেছেন, “অতীতে ওদের সাফল্য হয়তো লোকে ভুলে যাচ্ছে। দেশের হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছে ক্রিকেটার। ওরা রান করতে পারেনি। সিরিজ হেরেছে দল, সবকিছুই মেনে নিচ্ছি। একটা কথা জানবেন ওই পারফরম্যান্স আমাদের যতটা কষ্ট দিচ্ছে, তার চেয়ে অনেক বেশি কষ্ট ওদের দিচ্ছে। টিমের কোচ গৌতম গভীর। নির্বাচক প্রধান অজিত আগরকর। রোহিত রয়েছে। বুমরাহ রয়েছে। বিরাট আছে। ওদের ক্রিকেট মস্তিষ্ক দুর্দান্ত। তাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত ওদেরই ঠিক করতে হবে। রোহিত খুব ভালো অধিনায়ক। ওর ফর্ম খারাপ যাচ্ছিল। সিডনি টেস্ট থেকেই নিজেকে সরিয়ে নেয় রোহিত। মনে হয় না অন্য কোনও অধিনায়ক এরকম করেছে। সেটাই প্রমাণ করে রোহিত কতটা বড় টিম মন্ত্র। ও দুর্দান্ত অধিনায়কই থাকবে। ক্যাপ্টেন হিসেবে টিমকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ক্রিকেটাররা যখন পারফর্ম করে না, তখন ওদের সম্পর্কে খারাপ কথা বলা খুব সহজ। ওদের সাপোর্ট করার কাজটা কঠিন। মিডিয়া খারাপ কথা লিখবে। আমি ওদের পাশেই থাকব। কারণ ওরা আমার পরিবার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement