Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব

কী দায়িত্ব পেলেন যুবি?

Yuvraj Singh named ambassador for ICC Men's T20 World Cup 2024

যুবরাজ সিং। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 26, 2024 4:34 pm
  • Updated:April 26, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুয়ার্ট ব্রডকে ডারবানে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেটা ছিল প্রথম বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছিল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে। সেখানেই মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ। যুবরাজ সিং (Yuvraj Singh) গড়েছিলেন নজির। 
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ৩৬ দিন বাকি। মেগা ইভেন্টের বল গড়ানোর ঠিক ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিককে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হল। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। এমনকী ভারত-পাক বারুদে ঠাসা লড়াইয়ের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। 

[আরও পড়ুন: ‘গত আইপিএলে প্রায় ৯০০ রান করেছি’, বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের বার্তা গিলের]

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার অব্যবহিত পরে যুবিকে বলতে শোনা গিয়েছে, ”টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে।” 
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে উল্লেখ করেছেন যুবরাজও। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দর্শকদের কথা আলাদা করে বলেছেন যুবি। ক্রিকেট ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ক্রিকেট সার্বিক ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুবিও খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ ভারত-পাকিস্তান। সেই ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলছেন, ”নিউ ইয়র্কে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।”  

Advertisement

 

[আরও পড়ুন:  ‘তোমার থেকে দল এটা প্রত্যাশা করে না’, মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে বিঁধলেন প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement