Advertisement
Advertisement
WTC Final

WTC র‍্যাঙ্কিংয়ের শীর্ষে প্রোটিয়ারা, ফাইনালে উঠতে পাকিস্তানের মুখাপেক্ষী রোহিতরা!

৫৭.২৯ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে ভারত।

WTC Final Update: South Africa tops the chart, pressure on India

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 9, 2024 8:25 pm
  • Updated:December 9, 2024 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টে অজিবাহিনীর কাছে পরাস্ত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব়্যাঙ্কিং শীর্ষস্থান হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে আরও জটিল হয়ে গেল ভারতের WTC ফাইনালে ওঠার পথ। প্যাট কামিন্সদের বিরুদ্ধে সিরিজ ৪-১-এ সিরিজ জিততে না পারলে পাকিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাকে।

ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে ২-০-তে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্ট ১৪৩ রানে জিতে নেন টেম্বা বাভুমারা। আর সেই সৌজন্যেই WTC ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন তাঁরা। তাঁদের ঝুলিতে ৬৩.৩৩ পয়েন্ট পারসেন্টেজ। দ্বিতীয় স্থানে নেমে এল অস্ট্রেলিয়া। ৫৭.২৯ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে ভারত। ফলে তৃতীয়বার টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর লড়াইটা রোহিতদের জন্য বেশ কঠিন। চলুন জেনে নেওয়া যাক কোন অঙ্কে ফাইনালে উঠতে পারে টিম ইন্ডিয়া।

Advertisement

বর্তমানে পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর সিরিজে ভারত-অস্ট্রেলিয়ার ফল ১-১। হাতে বাকি তিনটে ম্যাচ। রোহিতরা ৪-১ ব্যবধানে জিতলে সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। তবে তিনটির মধ্যে একটিতে জিতলে অস্ট্রেলিয়ার নিচেই থাকবে ভারত। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। কারণ ওই সিরিজে পাকিস্তানকে হারালে ফাইনাল খেলবে প্রোটিয়ারা। অর্থাৎ ভারতের ফাইনাল খেলার আশা শেষ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করলে কিংবা সিরিজ ড্র হলে দুই নম্বরে উঠে আসার সুযোগ থাকবে ভারতের কাছে। এদিকে জানুয়ারিতে দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া দল। সেখানে লঙ্কাবাহিনীকে হারালে অস্ট্রেলিয়া সহজেই ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ কামিন্স এবং বাভুমাদের পারফরম্যান্সের উপর অনেকখানি নির্ভর করবে ভারতের ভবিষ্যৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement