Advertisement
Advertisement
WTC Final Scenario

অজিদের ছিটকে দিয়েই WTC ফাইনালে উঠবে ভারত! কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক?

পারথে টেস্ট জিতে ফের WTC পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত।

WTC Final Scenario: Equation for Team India to reach final
Published by: Anwesha Adhikary
  • Posted:December 2, 2024 12:29 pm
  • Updated:December 2, 2024 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। কিন্তু এবার টিম ইন্ডিয়ার কাছে সুযোগ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ওঠার। সেই সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্ন ঘুচিয়ে দেওয়ার রাস্তাও খোলা রয়েছে ভারতের সামনে।

পারথে টেস্ট জিতে ফের WTC পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত। তার পর শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ী অজি ব্রিগেড এখন পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে। পরিস্থিতি যা, ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ঘুরে দাঁড়াতে না পারলে এবার আর ফাইনালে উঠতে পারবে না অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শুরুর আগে রোহিত শর্মাদের সামনে একাধিক সমীকরণ রয়েছে ফাইনালে ওঠার জন্য।

Advertisement

১। ভারত যদি ৫-০, ৪-১, ৪-০ বা ৩-০ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে তাহলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবেন রোহিতরা। সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফল নিয়ে ভারতকে মাথা ঘামাতে হবে না। অন্যদিকে, ভারত যদি এভাবে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে তাহলে ফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে অস্ট্রেলিয়া। কোনও সমীকরণই থাকবে না তাদের পক্ষে।

২। ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ফলে হারায়, তাহলে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই টেস্টে প্রোটিয়ারা জিতলে ভারতের আশা শেষ। তবে দুই দল ড্র করলে বা শ্রীলঙ্কা জিতে গেলে ফাইনালে চলে যাবে ভারত। সেক্ষেত্রে আগামী বছরের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের ফলাফল যাই হোক না কেন, তাতে ভারতের সমস্যা হবে না।

৩। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত যদি ৩-২ জেতে তাহলে ফাইনালে যাওয়ার আশা ক্ষীণ হবে। আগামী বছর শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করে একমাত্র তাহলেই ফাইনাল খেলতে পারবে ভার‍ত।

৪। ভারত যদি ২-২ ড্র করে সিরিজ, তাহলে ফাইনালের আশা কার্যত শেষ। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ জিততে হবে। আবার শ্রীলঙ্কা- অস্ট্রেলিয়া সিরিজে ২-০ জিততে হবে লঙ্কা ব্রিগেডকেও।

তবে পারথ টেস্ট জিতে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারত। অন্য দলের ফলাফলের উপর নির্ভর না করেই যেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই অ্যাডিলেডে নামবে টিম ইন্ডিয়া।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement