ইডেনে সাংবাদিক সম্মেলনে ঋদ্ধিমান সাহা। সঙ্গে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (ডানদিকে) ও সচিব নরেশ ওঝা। ছবি: সিএবি।
স্টাফ রিপোর্টার : চেক শার্ট। জামার সঙ্গে মিলিয়ে টুপি। সেখানে লেখা-নেভার গিভ আপ। অর্থাৎ কখনও হাল ছেড়ো না। সেটাকেই জীবনের মূলমন্ত্র হিসেবে মেনে এসেছেন তিনি। তাই ভারতীয় টিম থেকে না থাকার পরও কখনও হাল ছেড়ে দেননি। বরং আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন বারবার। মাঝে দু’বছর বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছেন। অর্থাৎ সামনের মরশুমে আবারও বাংলার জার্সি গায়ে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে।
এদিন ইডেনের তিনতলার প্রেস কনফারেন্স রুমে বসে ঋদ্ধি বলছিলেন, ‘‘আগে কী হয়েছে, সেটা আর মনে নেই আমার। অতীতে কী ঘটেছে কিংবা ভবিষ্যতে কী ঘটবে, সেটা নিয়ে ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে থাকতে চাই। তাই আমার এখন লক্ষ্য হল রনজি ট্রফি। সেটা নিয়েই ফোকাস করছি। সাম্প্রতিককালে আমরা খুব ভালো খেলছি। দু’বার ফাইনাল খেলেছি। শুধু ছোটোখাটো কিছু ভুল হচ্ছে, সেগুলো শুধরে নিতে হবে। আর একটু ধারাবাহিক হতে হবে।’’
খুব সম্ভবত হয়তো এটাই শেষ মরশুম হতে চলেছে ঋদ্ধির। তারপর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অবশ্য জানিয়ে দিলেন তিনি যেদিন অবসর নেবেন সেদিন সব ফরম্যাট থেকেই খেলা ছেড়ে দেবেন। প্রশ্ন করা হয়েছিল-বাংলার অধিনায়ক হিসেবে তাঁকে দেখা যাবে কি না? ঋদ্ধি পরিষ্কার জানিয়ে দেন, সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। তার কাছে সবসময় দল প্রাধান্য পেয়েছে। দলের ভাল-র জন্য তিনি সবকিছু করতে রাজি। পাশেই বসে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আর সচিব নরেশ ওঝা। সিএবি প্রেসিডেন্ট বলছিলেন, ‘‘রনজি শুরু হতে এখনও দু’মাস সময় আছে। ফলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর অধিনায়ক নির্বাচন করা হবে।’’
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রনজির প্রথম ম্যাচে নামবে বাংলা। তার আগে প্রস্তুতি চলছে টিমের। বুধবার দুবরাজপুরে বাংলা টিম চলে যাচ্ছে প্রাক্-মরশুম প্রস্তুতি সারতে। সেখানে প্রায় সপ্তাহ দু’য়েকের ক্যাম্প হবে। এছাড়াও বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। এমনটাই জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। রনজিতে বাংলার প্রথম ম্যাচ উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১১ অক্টোবর থেকে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে বিহারের বিরুদ্ধে। এবার ঘরের মাঠে মোট চারটে ম্যাচ খেলবে বাংলা দল। অ্যাওয়ে ম্যাচ রয়েছে তিনটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.