Advertisement
Advertisement

Breaking News

WPL Retention

পুরনো দলেই খেলবেন স্মৃতি-হরমনপ্রীত, WPL রিটেনশনে ছেড়ে দেওয়া হল কাদের?

বাংলার কোন ক্রিকেটারদের রিটেন করা হল?

WPL 2025 Retention: Smriti Mandhana and Harmanpreet Kaur retained by their teams

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 7, 2024 7:36 pm
  • Updated:November 7, 2024 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পর ডব্লুপিএল। এবার রিটেনশন তালিকা প্রকাশ করল মহিলাদের প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আইপিএলের মতো এখানে অবশ্য এত চমক নেই। বরং অধিকাংশ দলই তাদের বেশিরভাগ প্লেয়ারদের ধরে রেখেছে। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাও তাঁদের ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন।

গতবার WPL চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষরা এখনও আইপিএল জিততে না পারলেও, সেই অসাধ্যসাধন করেছেন স্মৃতি মন্ধানারা। ফলে মূল দলটাকেই তারা ধরে রেখেছে। অধিনায়ক স্মৃতিও পুরনো দায়িত্বেই থাকছেন। এছাড়াও থাকছেন এলিসে পেরি, রিচা ঘোষ, সোফি ডিভাইনরা। তবে তারা ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার নাদিনে ডে ক্লার্ককে। সেই জায়গায় দলে এসেছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি হজ। তাদের হাতে আছে ৩.২৫ কোটি টাকা।

Advertisement

অন্যদিকে হরমনপ্রীত কৌর থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সেই। তাদের দলও যথেষ্ট তারকাখচিত। ভারত অধিনায়ক ছাড়া আমেলিয়া কের, পূজা বস্ত্রাকার, যস্তিকা ভাটিয়ারাও মুম্বইয়েই থাকছেন। তবে ছেড়ে দেওয়া হয়েছে ইজাবেলে ওংকে। ইংল্যান্ডের এই ক্রিকেটার গত WPL-এ হ্যাটট্রিক করেছিলেন। মুম্বইয়ের হাতে থাকছে ২.৬৫ কোটি টাকা। গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি পুনম যাদবের মতো প্লেয়ারকে। তবে দলে রয়েছেন বাংলার তিতাস সাধু। এছাড়া আছেন অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রদ্রিগেজ, মেগ ল্যানিং, রাধা যাদব, শেফালি বর্মার মতো তারকারা। তাদের হাতে ২.৫ কোটি টাকা রয়েছে।

ইউপি ওয়ারিয়ার্জের অধিনায়ক থাকছেন অজি তারকা অ্যালিসা হিলি। তারা ধরে রেখেছে অঞ্জলি সর্বাণী, দীপ্তি শর্মা, চামারি আতাপাত্তু, তাহলিয়া ম্যাকগ্রাথদের। তাদের কাছে এখনও ৩.৯ কোটি টাকা আছে। গুজরাট জায়ান্টস ছেড়ে দিয়েছে স্নেহ রানার মতো তারকাকে। তবে তারা রিটেন করেছে অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হারলিন দেওলদের। সবচেয়ে বেশি টাকা আছে তাদের হাতেই। তাদের পার্সে রয়েছে ৪.৪ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement