Advertisement
Advertisement
World Cup

‘আমাদেরও পাওয়া উচিত’, রোহিতরা ১২৫ কোটি পেতেই দাবি তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের

তিরাশির বিশ্বজয়ী দলকে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার মতো সামর্থ্য ভারতীয় বোর্ডের ছিল না।

World Cup winner from 83 wants BCCI to help them financially
Published by: Subhajit Mandal
  • Posted:July 7, 2024 8:03 pm
  • Updated:July 7, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার বিশ্বজয়ী দলের জন্য ১২৫ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। নিঃসন্দেহে বড় অঙ্ক। রোহিতদের সেই বিরাট অঙ্কের পুরস্কার পেতে দেখে এবার আক্ষেপ করে বসলেন ১৯৮৩ সালের বিশ্বজয়ী দলের এক সদস্য। তাঁর বক্তব্য, বিসিসিআইয়ের এখন সামর্থ্য আছে। এখন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যদের আর্থিক ভাবে সাহায্য করা উচিত।

তিরাশিতে ভারত যখন বিশ্বকাপ জিতল, তখন বিশ্বক্রিকেটে বিসিসিআই (BCCI) নিতান্তই চুনোপুঁটি। বিশ্বজয়ী দলকে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার মতো সামর্থ্য ভারতীয় বোর্ডের ছিল না। এমনকী কপিল দেবরা পারিশ্রমিকও পেতেন নামমাত্র। চ্যাম্পিয়ন দলের সদস্যদের বিশ্বকাপ (ICC T20 World Cup) জেতার পুরস্কার স্বরূপ দেওয়া হয় মাত্র ২৫ হাজার টাকা করে। বোর্ড জানিয়ে দেয়, এর বেশি দিতে তারা অপারগ।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি, আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চেনালেন অভিষেক]

সে খবর জানতে পেরে আবার ভারতীয় দলের সদস্যদের পুরস্কৃত করার জন্য এগিয়ে আসেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। বিশ্বজয়ীদের সম্মানে একটি কনসার্টের আয়োজন করেন তিনি। সেই কনসার্ট থেকে ক্রিকেটারদের দেওয়া হয় ১ লক্ষ টাকা করে। নাম জানাতে অনিচ্ছুক তিরাশির বিশ্বজয়ী দলের এক সদস্য এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, সেসময় বিসিসিআই অপারগ ছিল। কিন্তু আজ চাইলেই ওরা আমাদের সাহায্য করতে পারে।

[আরও পড়ুন: গোলের পর বাবার মতো সেলিব্রেশন, ছাত্র মেরিনোর উচ্ছ্বাসের কারণ জানালেন কিবু ভিকুনা]

ওই বিশ্বজয়ীর মন্তব্য, “রোহিত শর্মারা (Rohit Sharma) ১২৫ কোটি টাকা পেয়েছেন। আমরা ক্রিকেটারদের জন্য খুশি। আমাদের সময় বিসিসিআই অপারগ ছিল। আমাদের ওই বিশ্বজয়ী দলের সদস্যদের মধ্যে আজ হয়তো ৪-৫ জন কাজ পাচ্ছেন। বাকিদের সবার সংসার চালাতে সমস্যা হচ্ছে। বোর্ডের উচিত, তিরাশির বিশ্বজয়ী সদস্যদের সাহায্য করা।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement