Advertisement
Advertisement
2025 Champions Trophy

একটি শর্ত পূরণ হলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে ভারত, জানাল বিসিসিআই

কী সেই শর্ত? জানিয়ে দিল বোর্ড।

Will Team India travel to Pakistan for 2025 Champions Trophy, Rajeev Shukla gives major update

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 8, 2024 3:38 pm
  • Updated:May 8, 2024 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (2025 Champions Trophy) বল গড়াতে চলেছে পাকিস্তানের মাটিতে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও বিসিসিআই সূত্রের খবর, পাকিস্তানে দল পাঠাতে কোনও অসুবিধা নেই বোর্ডের। তবে পুরো ব্যাপারটাই নির্ভর করছে ভারত সরকারের উপর।
ইদানীং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি (ICC) টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের। প্রায় একযুগ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এখনও ভারত-পাক সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যাবে, রাতারাতি বড় কোনও বদল না হলে সে সম্ভাবনা ক্ষীণ।

[আরও পড়ুন: খোঁজ মিলল মেক্সিকো বিশ্বকাপে পাওয়া মারাদোনার সোনার বলের, এবার উঠছে নিলামে]

গত বছর এশিয়া কাপেরও (Asia Cup 2023) আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে। প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। বলা হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত না গেলে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে। কিন্তু পাকিস্তান মরিয়া। এবারে এই ধরনের মডেলে রাজি নয় পাকিস্তান। তাঁদের সাফ কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতকে।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কিত আউটের পরই শাস্তির মুখে সঞ্জু, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কোচ]

এই পরিস্থিতি বিসিসিআইও জানিয়ে দিল, একটি শর্ত পূরণ হলে পাকিস্তানে খেলতে যেতে কোনও আপত্তি নেই ভারতীয় বোর্ডের। কী সেই শর্ত? বিসিসিআইয়ের শীর্ষ কর্তা রাজীব শুক্লা বলছেন, “আমাদের যা সরকার বলবে আমরা করব। পাকিস্তানে যেতে বোর্ডের আপত্তি নেই। তবে সেটার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকার অনুমতি দিলেই আমরা দল পাঠাব।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement