Advertisement
Advertisement

Breaking News

Alzarri Joseph

রেগে আগুন! অধিনায়কের সঙ্গে কথা কাটাকাটিতে মাঠ ছাড়লেন রোহিত-বিরাটের প্রাক্তন সতীর্থ

কোচ তাঁকে থামানোর চেষ্টা করলেও কাজ হয়নি। কিছুক্ষণ ১০ জনেই খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

West Indies pacer Alzarri Joseph storms off field after heated chat with captain Shai Hope
Published by: Arpan Das
  • Posted:November 7, 2024 1:45 pm
  • Updated:November 7, 2024 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ‘পাড়া ক্রিকেট’! সামান্য মনোমালিন্য হলেই মাঠ ছেড়ে বাড়ির দিকে রওনা দেওয়া। সতীর্থরা ডেকেও সেই ‘অভিমানী’ ক্রিকেটারকে মাঠে ফেরাতে পারছেন না। সেই ছবিটাই দেখা গেল এবার। না, কোনও পাড়া ক্রিকেটে নয়। একেবারে আন্তর্জাতিক ম্যাচে। তাও সেটা ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের নির্ণায়ক ম্যাচে। সেই ম্যাচে এরকম কাণ্ড ঘটালেন ক্যারিবিয়ান তারকা আলজারি জোসেফ। যিনি আবার আইপিএলে রোহিত ও বিরাট, দুজনের সঙ্গেই খেলেছেন।

বার্বাডোজের ওভালে চলছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ফলে এই ম্যাচের উপর নির্ভর করেছিল সিরিজের ভাগ্য। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। ম্যাচের বয়স তখন মাত্র চার ওভার। ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করেছে ১০ রান। বল হাতে জোসেফ, সামনে জর্ডান কক্স। ওভারের শুরুতেই দেখা যায়, জোসেফের সঙ্গে হোপকে দীর্ঘ কথাবার্তা বলতে। তা ছিল, ফিল্ডিং সাজানো নিয়ে।

Advertisement

এর মধ্যে একটি বলে চার হাঁকান কক্স। তখনই ক্ষোভে ফুটতে থাকেন জোসেফ। পরে অবশ্য ক্যাচ দিয়ে আউটও হয়ে যান কক্স। কিন্তু রাগ কমেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন বোলারের। কোনও রকমে ওভার শেষ করে হাঁটতে শুরু করলেন ডাগ আউটের দিকে। অধিনায়ক হোপের সঙ্গে কথা বলার প্রয়োজনও মনে করেননি। কোচ ড্যারেন সামি তাঁকে থামানোর চেষ্টা করলেও কাজ হয়নি। পরের ওভার ১০ জনেই খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। পরে অবশ্য ‘আগুনে রাগ’ নিয়েই ফিল্ডিংয়ে নামেন। যিনি আইপিএলে আরসিবি ছাড়াও খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে।

পরে বলও করেন জোসেজ। আরেকটি উইকেট তোলেন। ইংল্যান্ডের ইনিংস থেমে যায় ২৬৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য সহজেই ম্যাচ জিতে নেয়। সেঞ্চুরি হাঁকান ব্র্যান্ডন কিং ও কেসি কার্টি। তারা সিরিজ জিতলেও চর্চার বড় অংশ জুড়ে রয়েছে জোসেফের রেগে আগুন হওয়া কাণ্ডকারখানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement