Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘একশো অলআউটের জন্যও তৈরি ছিলাম’, বাংলাদেশকে হেলায় উড়িয়ে বলছেন রোহিত

যেভাবে হেলায় জিতেছে ভারত তা দেখে চমকে গিয়েছে দেশের ক্রিকেটমহল।

Was ready for a hundred all out, said Rohit Sharma after Test win
Published by: Biswadip Dey
  • Posted:October 2, 2024 9:10 am
  • Updated:October 2, 2024 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াই দিন বৃষ্টির পরেও যে ভাবে কানপুর টেস্টে বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ ২-০ জিতে নিল ভারত, তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছে দেশের ক্রিকেটমহল। মনে রাখা দরকার, প্রথম দিন আধবেলা খেলার পর চতুর্থ দিন যখন পুনরায় খেলা শুরু হয়, বাংলাদেশের প্রথম ইনিংসও সম্পূর্ণ হয়নি। কিন্তু তার পরেও পঞ্চম দিন প্রায় দেড়খানা সেশন হাতে রেখে টেস্ট জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত! যা সম্ভব হয়েছে, ভারতের অসম্ভব ঝুঁকিপূর্ণ প্রথম ইনিংস ব‌্যাটিংয়ে। যা আদতে টেস্ট ক্রিকেটের নামে টি-টোয়েন্টি ছিল!

প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে সেই রান টপকে ৫২ রানের ‘লিড’ নিতে সময় নেয় মাত্র ৩৪.৪ ওভার! প্রথম ইনিংসে ওভারপিছু কখনও চোদ্দো, কখনও দশ, কখনও আট রান করে তুলে গিয়েছে ভারত! টেস্টে অমন গতিতে রান করা কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ, তাতে উইকেট যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। রোহিতের ভারত তা জানত। রোহিত শর্মা স্বয়ং জানতেন, এত ঝুঁকি নিতে গেলে একশো অলআউট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পরেও সেই রাস্তা নিয়েছিল ভারত।

Advertisement

‘‘বৃষ্টির কারণে আড়াই দিন খেলা নষ্ট হয়েছে। চতুর্থ দিন আমরা ঠিক করেছিলাম, যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করে ব‌্যাট হাতে যা করা সম্ভব, করব। ওরা যখন ২৩৩ রানে অলআউট হয়ে গেল, তখন পুরোটাই ওভারের খেলা হয়ে যায়,’’ মঙ্গলবার টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলছিলেন রোহিত। সঙ্গে যোগ করলেন, ‘‘ভেবে ভালো লাগছে, অল্প ওই সময়টুকুকে আমরা ব‌্যবহার করেছি। জানতাম, এ ভাবে রান করা সহজ হবে না। কিন্তু আমরা ঝুঁকিটা নিতে চেয়েছিলাম। কারণ, এত দ্রুতগতিতে রান করতে গেলে অল্প স্কোরে অলআউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা একশো অলআউট হওয়ার জন‌্যও তৈরি ছিলাম।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement