Advertisement
Advertisement
Virender Sehwag

‘মাত্র ২৩ রানের জন্য ফেরারিটা পেলে না’, পুত্র আর্যবীরকে শুভেচ্ছা জানিয়েও ‘খোঁচা’ শেহওয়াগের

কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে ২৯৭ রান করে শেহওয়াগপুত্র আর্যবীর।

Virender Sehwag congratulates son Aryavir for 297 with a cheeky reminder
Published by: Arpan Das
  • Posted:November 22, 2024 4:31 pm
  • Updated:November 22, 2024 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাপকা বেটা! বাবা বীরেন্দ্র শেহওয়াগকে আজও ক্রিকেটদুনিয়া মনে রেখেছে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। এবার এসে গেল তাঁর উত্তরসূরিও। বাবার মতো মারকুটে ব্যাটিংয়ের সেই ধারা রেখেছে ছেলে আর্যবীর। আর তার পর ১৭ বছর বয়সি পুত্রকে অভিনন্দন বার্তা পাঠালেন শেহওয়াগ। আর সেখানেও রইল পরিচিত মজার ঝলক।

সোশাল মিডিয়ায় শেহওয়াগ লিখেছেন, ‘খুব ভালো খেলেছ আরিয়ান। মাত্র ২৩ রানের জন্য ফেরারি হারিয়েছ। কিন্তু খুব ভালো। নিজের ভিতরের এই আগুনটা বাঁচিয়ে রাখো। আশা করব বাবার মতো সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ত্রিপল সেঞ্চুরি করবে। খেলতে থাকো।’

Advertisement

কিন্তু ফেরারির ব্যাপারটা কী? ক্রিকেটপ্রেমীরা ফিরে যাচ্ছেন ২০১৫ সালে। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যদি আর্যবীর ৩১৯ রান করে শেহওয়াগের রেকর্ড ভাঙতে পারে, তাহলে থাকবে বিশেষ পুরস্কার। আর সেটা হল একটা ফেরারি। আর সেখানে আর্যবীর আউট হয়েছে ২৯৭ রানে। বল নিয়েছে ৩০৯টি। মাত্র ৩ বলের জন্য ত্রিপল সেঞ্চুরির সুযোগ হারিয়েছে আর্যবীর। আর সেই সঙ্গে ২৩ রানের জন্য তার বাবার রেকর্ডও ভাঙতে পারল না।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ত্রিশতরান করেছিলেন শেহওয়াগ। ২০০৪ সালে ৩০৯ রান করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। তার চার বছর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ৩১৯ রান। সেটা ভাঙতে পারল না আর্যবীর। দিল্লির হয়ে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানে আউট হয়ে যায় শেহওয়াগ-পুত্র। ক্রিকেটমহলের মতে, বাবার ছায়া দেখা যাচ্ছে আর্যবীরের ব্যাটিংয়ে। নিজের ক্রিকেটজীবনে খুব একটা ফুটওয়ার্ক নিয়ে মাথা ঘামাননি শেহওয়াগ। এক জায়গায় দাঁড়িয়েই জোরালো শট মেরে বল পাঠিয়ে দিতেন বাউন্ডারির বাইরে। ঠিক সেই ধাঁচেই ব্যাট করে শেহওয়াগের জ্যেষ্ঠপুত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement