Advertisement
Advertisement
Virat Kohli

‘অ্যায়সা মউকা ফির কাহা মিলেগা’, গান গেয়ে মাঠের পুরনো তিক্ততা ভুলছেন কোহলি

বিতর্ক মুছে কী গান শোনালেন কোহলি?

Virat Kohli taunts Avesh Khan with a song before IPL match

বিরাট ও আবেশ।

Published by: Arpan Das
  • Posted:April 6, 2024 3:44 pm
  • Updated:April 6, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পর পর দুম্যাচ হেরে বিপাকে পড়েছে ফ্যাফ ডু প্লেসিসের দল। যদিও রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে বেশ খোশমেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। বিপক্ষ দলের আবেশ খানকে (Avesh Khan) দেখে গানও গেয়ে উঠলেন।

শনিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুদল। এই ম্যাচে রাজস্থানের ক্রিকেটাররা সে রাজ্যের মহিলাদের সম্মান জানাতে বিশেষ গোলাপি জার্সি পরে নামবেন। যাকে ‘পিঙ্ক প্রমিস’ (Pink Promise) বলা হচ্ছে। তার আগে প্র্যাকটিস সেশনের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ককে রাজস্থান দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে গল্প করতে দেখা যায়। হঠাৎই আবেশ খানকে দেখে গান গেয়ে ওঠেন কোহলি। তাঁর মুখে শোনা যায় শাম্মি কাপুর ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবির গান, “অ্যায়সা মউকা ফির কাহা মিলেগা।” যার বাংলা অর্থ, এমন সুযোগ আবার কবে পাওয়া যাবে? তার পরই আবেশ খানকে জড়িয়ে ধরেন বেঙ্গালুরু তারকা।

Advertisement

[আরও পড়ুন: পণ্ডিতের জন্য মানসিক অবসাদে ভুগতেন পাঞ্জাব ক্রিকেটার, ফের তোপের মুখে নাইট কোচ]

বিরাট-আবেশের এই বিশেষ মুহূর্ত দেখে নেটিজেনদের মনে পড়ছে গত মরশুমের আইপিএলের স্মৃতি। আবেশ তখন ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ জিতে মাটিতে হেলমেট ছুড়ে সেলিব্রেট করেন ২৭ বছর বয়সি জোরে বোলার। যদিও এদিন পুরনো ঘটনা ভুলে একে-অপরকে জড়িয়ে ধরেন দুই তারকা। 

চলতি আইপিএলেই কলকাতার বিরুদ্ধে ম্যাচে গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় কোহলিকে। একে-অপরকে জড়িয়েও ধরেন। গত বছর বিশ্বকাপের সময় আফগান পেসার নবীন-উল-হকের সঙ্গেও সমস্যা মিটিয়ে নেন। মাঠে যেমন ব্যাট হাতে শাসন করেন, তেমনই মাঠের বাইরে হাসি মুখে বন্ধুর সংখ্যা বাড়িয়ে চলেছেন কিং কোহলি।

[আরও পড়ুন: জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement