Advertisement
Advertisement
Virat Kohli

কামব্যাক কিং থেকে ‘গোট’, বর্ডার-গাভাসকর ট্রফির আগে অজি সংবাদপত্রে বিরাট-রাজ

বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন।

Virat Kohli rules Australian Newspapers before Border Gavaskar Trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:November 18, 2024 10:15 am
  • Updated:November 18, 2024 1:13 pm

দেবাশিস সেন, পারথ: সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই। তাঁকে খোঁচা দিয়ে মন্তব্য করছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। কিন্তু তাতেও অজিভূমে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে উন্মাদনা এতটুকু কমছে না। বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) হাড্ডাহাড্ডি লড়াই শুরুর আগে অজি সংবাদপত্রে ‘কিং’ সেই বিরাটই। কামব্যাক কিং থেকে গোট- নানা উপাধিতে বিরাটকে ভরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো।

বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন। সোমবার থেকে ওয়াকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে অজি ব্রিগেড। মঙ্গলবার থেকে নামবে টিম ইন্ডিয়াও। তবে অস্ট্রেলিয়ায় বসে খবরের কাগজ খুললে সেভাবে প্যাট কামিন্সদের নজরে পড়ছে না। বরং প্রথম পাতাজুড়ে রয়েছে বিরাটের বিশেষ ছবি। সঙ্গে বড় হরফে লেখা ‘গোট’ অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। ভারতীয় ক্রিকেটে আলাদা চমক এনে দিয়েছেন বিরাট, সংবাদপত্রে এমনটাই দাবি করেছেন এককালে কোহলির প্রবল প্রতিপক্ষ মিচেল জনসন। আবার জাস্টিন ল্যাঙ্গার মনে করিয়ে দিয়েছে, লড়াই না করে নিজের রাজসিংহাসন মোটেই ছেড়ে দেবেন না বিরাট।

Advertisement

বিরাট জ্বরে কাঁপতে থাকা অজি সংবাদপত্রগুলোতে অবশ্য আরও দু-একটা বিষয়ের উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম পারথের পিচ। ওয়াকার ‘দুষ্টু’ পিচ অজি ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবে বলেই লেখা হয়েছে খবরের কাগজগুলোতে। এছাড়াও ইডেনে ভিভিএস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের সেই ঐতিহাসিক পার্টনারশিপের স্মৃতিচারণাও ছাপা হয়েছে সংবাদপত্রে। সিরিজ শুরুর আগে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়েছে গোটা অস্ট্রেলিয়া টিম। স্টিভ স্মিথ থেকে ট্র্যাভিস হেড, সকলকেই দেখা গেল খোশমেজাজে।

যদিও অজি সিরিজ শুরু হওয়ার আগে খানিকটা ব্যাকফুটে ভারত। বাবা হওয়ার পরে প্রথম টেস্টে হয়তো খেলবেন না রোহিত শর্মা। আঙুলে চোট পেয়ে কার্যত ছিটকে গিয়েছেন শুভমান গিলও। দুই তারকাকে ছাড়াই পারথের আগুনে পিচে কামিন্স-স্টার্কদের সামলাতে হবে। তবে মাঠের লড়াই ভুলে অজি সংবাদমাধ্যম আপাতত বিরাটেই মজে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement