ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম অজিভূমে পা রাখলেন। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কিং কোহলি। তার জেরে সমালোচনাও ধেয়ে এসেছে তাঁর দিকে। এহেন পরিস্থিতিতে বিরাট অজি সফরে কেমন খেলেন, সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।
অজি সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সূত্রে খবর, রবিবার বিকেলেই পারথে পৌঁছে গিয়েছেন বিরাট। দলের বাকি ক্রিকেটাররা রবিবার রাতে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কয়েকজন ক্রিকেটার রওনা দেবেন সোমবার। বেসরকারি টেস্ট খেলার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ, কে এল রাহুল এবং ধ্রুব জুরেল। জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই গোটা দল পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। সেদিন থেকেই শুরু হবে মেন ইন ব্লুর অনুশীলন।
তবে একেবারে রুদ্ধদ্বার অনুশীলন করতে চাইছে ভারতীয় শিবির। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই ওয়াকা মাঠে অনুশীলনে নেমে পড়বে ভারত। কিন্তু স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যেন অঘোষিত লকডাউন জারি হয়েছে। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে সাফ জানানো হয়েছে, অনুশীলনে বাইরের কাউকেই থাকার অনুমতি দেওয়া যাবে না। উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথেই খেলা হবে প্রথম টেস্ট।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই ফর্মে নেই বিরাট। তাঁকে খোঁচা দিয়ে রিকি পন্টিং বলেছেন, গত পাঁচ বছরে মাত্র দুটো সেঞ্চুরি করলে অন্য কোনও ক্রিকেটারকেই দলে রাখা হত না। তবে পালটা দিয়ে গম্ভীরের দাবি, এখনও আগের মতোই রানের জন্য ক্ষুধার্ত বিরাট। সেটাই খুব দরকার গোটা ড্রেসিংরুমের পক্ষে। অজি সফরে গিয়ে কি হারানো ফর্ম ফিরে পাবেন কোহলি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.