Advertisement
Advertisement
Virat Kohli

আয়ারল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে টিম ইন্ডিয়া, আকর্ষণের কেন্দ্রে সেই বিরাটই

কোহলির চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে দেশ।

Virat kohli is the centre of attraction in Team India's practice

বিরাট সাধনায় মগ্ন কোহলি।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 4, 2024 12:13 am
  • Updated:June 4, 2024 6:39 pm

দেবাশিস সেন, নিউ ইয়র্ক: একসময়ে আমরা বলতাম, ”আমাদের একজন শচীন তেণ্ডুলকর আছেন।”
সেই আমরাই এখন বলছি, ”আমাদের একজন বিরাট কোহলি রয়েছেন।” দেশের গর্ব। বিশ্বমঞ্চে দেশের অহংকার। শচিন ঈশ্বর। ক্রিকেট ঈশ্বর।

কাশ্মীর থেকে কন্যাকুমারী একসময়ে মাতাল হতো তাঁর জন্য। তিনি ক্রিজে নামা মানেই গোটা দেশে জারি হয়ে যেত অঘোষিত কার্ফু। প্রকৃত অর্থেই দেশে হতো লকডাউন।

Advertisement

[আরও পড়ুন: ফলপ্রকাশের পরেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে উদ্ধব? মহারাষ্ট্রে নয়া জল্পনা]

আর তিনি বিরাট কোহলি! ক্রিকেট রোম্যান্সের নতুন এক অধ্যায়। ক্রিকেট যদি ধর্ম হয়, তিনি তাহলে তার সাক্ষাৎ সাধক। তিনি বিরাট কোহলি । ঘাম-রক্তের পথ অতিক্রম করে যিনি শৌর্য-বীর্যের পোশাক পরিহিত এক নাইট। তিনি যেখানে ক্যামেরাও তাঁকে খুঁজবে সেখানে। তিনি শুষে নেবেন প্রচারের সব আলো। তিনি সবসময়ে নজরে থাকেন। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। ৩০ মে রাতে তিনি আমেরিকা পৌঁছন। স্বাভাবিক ভাবেই পরদিন বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নামেননি। তাঁকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সোমবার প্রথমবার নেমে পড়লেন টিম ইন্ডিয়ার অনুশীলনে। তাঁকে দেখার জন্যই ভিড় জমেছিল ক্যান্টিয়াগ পার্কে। 
চলতি মাসের ৫ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। তার আগে সদলবলে এদিন অনুশীলন করল ভারত। শুরুতেই বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালকে দেখা গেল ব্যাটিং করতে। পরে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থরা ব্যাটিং সেরে নিলেন। হার্দিক পাণ্ডিয়াকে বোলিং করতে দেখা গেল। অনুশীলনের মাঝেই হার্দিক কথা সেরে নিলেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। শিবম দুবেও হাত ঘোরালেন।  হয়তো এবারই শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছেন কোহলি। তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে গোটা দেশ। বিরাট যে নিজেকে মেগা ইভেন্টের জন্য তৈরি করছে, তা বলাই বাহুল্য। 

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে বিপ্লব, রেকর্ড অঙ্কের পুরস্কার অর্থ পাবে অংশগ্রহণকারী দলগুলি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement