Advertisement
Advertisement

Breaking News

Vijay Hazare Trophy

অনুষ্টুপের অপরাজিত ৯৯, বিজয় হাজারেতে হার্দিকদের বরোদাকে উড়িয়ে দিল বাংলা

যোগ্য সঙ্গত করলেন সুমন্ত গুপ্তও। ৮০ বলে তিনি করেন ৬৯ রান।

Vijay Hazare Trophy: Bengal beats Baroda with help of Anustup Majumdar innings

অনুষ্টুপ মজুমদার। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:December 28, 2024 6:27 pm
  • Updated:December 28, 2024 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার। প্রথম ম্যাচে দিল্লিকে হারানোর পর ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়। যদিও এদিন বরোদাকে অনায়াসে উড়িয়ে দিলেন সুদীপ কুমার ঘরামিরা। অনুষ্টুপ মজুমদার মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি না পেলেও বাংলাকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে বাংলা।

বরোদার কাছে হেরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির যাত্রা থেমেছিল বাংলার। এদিন তার মধুর প্রতিশোধ নেওয়া গেল। এদিন হায়দরাবাদের জিমখানা মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। শুরুটা ভালোই করেছিলেন শাশ্বত রাওয়াতরা। কিন্তু সায়ন ঘোষের বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্রুণাল পাণ্ডিয়ার দল। ৯৫ রানে অপরাজিত থেকে লড়াই চালান শাশ্বত। রান পাননি হার্দিক-ক্রুণালরা। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন সায়ন ঘোষ ও প্রদীপ্ত প্রামাণিক। দুটি উইকেট মুকেশ কুমারের। শেষ পর্যন্ত মাত্র ২২৮ রানে বন্দি হয়ে যায় বরোদা।

Advertisement

জবাবে শুরুতেই আউট হয়ে যান অভিষেক পোড়েল। গোটা মরশুম জুড়ে দুরন্ত ফর্মে থাকলেও এদিন অবশ্য রান পেলেন না বাংলার ওপেনার। ১৭ রানে ফিরে যান সুদীপ ঘরামিও। রান আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। কিন্তু বাংলাকে আজও ভরসা জোগালেন অনুষ্টুপ মজুমদার। কে বলবে তাঁর বয়স ৪০! এদিনও হার্দিক-ক্রুণালদের উড়িয়ে বাংলাকে জয় এনে দিলেন ‘রুকু’। ১০৬ বলে করলেন ৯৯ রান। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হলেও বাংলাকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১২টি চারের সঙ্গে ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। যোগ্য সঙ্গত করলেন সুমন্ত গুপ্তও। ৮০ বলে তিনি করেন ৬৯ রান। মাত্র ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।

এই জয়ের ফলে বাংলার পয়েন্ট ৩ ম্যাচে ১০। ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। নেট রান রেটের জন্য এগিয়ে আছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement