দেবাশিস সেন, নিউ ইয়র্ক:৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। যে ম্যাচ ঘিরে বর্ডারের দুপারেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু আচমকাই সেই ম্যাচে নাশকতার হুমকিতে ঘনিয়েছিল দুশ্চিন্তার কালো ছায়া। যদিও কড়া নিরাপত্তার মধ্যেই ম্যাচের আশ্বাস দিলেন নাসাও কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হতে পারে বড়সড় হামলা। লোন উলফ হামলায় প্রাণ হারাতে পারে বহু মানুষ। মার্কিন মুলুকে বিশ্বকাপে বল গড়ানোর দিন কয়েক আগে এহেন হুমকি আলোড়ন ফেলে দিয়েছিল ক্রিকেট মহলে। যা নিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ব্লেকম্যানও।
তিনি বলেন, “আমরা বহুদিন ধরেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এফবিআই সকলের সঙ্গেই আমরা যোগাযোগ রাখছি। নিরাপত্তার সব দিকেই কড়াকড়ি থাকবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা ডাক্তার-নার্স সবই সবসময় উপস্থিত থাকছে। এটুকু নিশ্চিত করতে পারি, ওদিনের ম্যাচ নিরাপদ আর দারুণ উপভোগ্য হবে।”
এদিন অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। বহু প্রতীক্ষার পর বিরাট কোহলিও আজ যোগ দিলেন অনুশীলনে। সবার নজরে সেই বিরাট কোহলি। তিনি নেট ব্যাট করলেন। তাঁর চওড়া ব্যাটের দিকেই নজর ভক্ত-অনুরাগীদের। এদিকে নাসাও স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে আবার অন্য ছবি দেখা গেল। সেখানেও স্নাইপার, কমান্ডো-সহ সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল। হেলিকপ্টার সমানে টফল দিচ্ছিল। নিউ ইয়র্ক পুলিশের দাপাদাপি চলছিল। এত কড়াকড়ির মধ্যে কিছুটা অসুবিধায় পড়ছে স্থানীয় বাসিন্দারাও। ভারত-পাক ম্যাচের দিনও এমনই কড়াকড়ি থাকবে। স্টেডিয়ামে থাকবে স্নাইপার। এমনকী আইসিসির অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিরাটকে ঘিরে ছিল ঘোড়সওয়ার পুলিশ। সব মিলিয়ে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ সঠিকভাবে করানোর জন্য অত্যন্ত তৎপর নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। যুদ্ধ যুদ্ধ গন্ধ আসতে শুরু করেছে নিউ ইয়র্ক থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.