Advertisement
Advertisement
Rohit Sharma

দলের স্বার্থে ওপেনিং স্লট ছাড়ছেন রোহিত! অ্যাডিলেড টেস্টে কত নম্বরে খেলবেন অধিনায়ক?

মঙ্গলবার সবার আগে ভারতীয় ট্রেনিংয়ে ঢোকেন রোহিত।

Team India skipper Rohit Sharma may play at no 6 in Pink Ball Test

অ্যাডিলেডে অনুশীলনে রোহিত শর্মা

Published by: Sulaya Singha
  • Posted:December 3, 2024 7:45 pm
  • Updated:December 3, 2024 8:13 pm  

শুভায়ন চক্রবর্তী: রোহিত গুরুনাথ শর্মা। মিডল অর্ডার ব‌্যাটার! কানে খট করে লাগতে পারে। কিন্তু আগামী ৬ ডিসেম্বর থেকে অ‌্যাডিলেডে যদি ভারত অধিনায়ককে চিরাচরিত ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। কী করা যাবে, চিরদিন কাহারও সমান নাহি যায়! দিন বদলায়। সময় বদলায়। সঙ্গে বদলায় পারিপার্শ্বিকের চাহিদা। রোহিতের ক্ষেত্রে যা ভারতীয় টিম।

পারথে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। ভারত যে টেস্ট ২৯৫ রানে জেতে। তার চেয়েও বড় কথা, পারথে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল যান ওপেন করতে। এবং দ্বিতীয় ইনিংসে দু’জন মিলে ২০১ রানের জুটি গড়েন। রোহিত ফিরছেন অ‌্যাডিলেডের দিন-রাতের টেস্টে। কিন্তু পুরনো ব‌্যাটিং স্লট নাও ফিরে পেতে পারেন তিনি। বরং ভারত অধিনায়ক ফিরে যেতে পারেন মিডল অর্ডারে, লাল বলের ক্রিকেটে প্রথম দিকে যে জায়গায় খেলতেন তিনি। অন্তত ক‌্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্র্যাকটিস ম‌্যাচ, অ‌্যাডিলেডে মঙ্গলবার ভারতীয় ট্রেনিং সেশন- সে ইঙ্গিতই দিচ্ছে। প্রকারান্তরে বার্তা দিচ্ছে যে, রোহিত সম্ভবত মিডল অর্ডারে ফিরছেন। সব কিছু ঠিকঠাক চললে, পাঁচ নম্বরে।

Advertisement

এদিন অ‌্যাডিলেড ওভালে দীর্ঘ চার ঘণ্টা দিন-রাতের টেস্টের মহড়া চালাল ভারত। এবং ট্রেনিংয়ে পুরো নজরটা রোহিত শর্মার উপরেই থাকল। যিনি দু’দফায় নেটে ব‌্যাট করে গেলেন এ দিন। খারাপ ফর্মের নাগপাশ থেকে বেরিয়ে আসতে। অ‌্যাডিলেডে এ দিনকার ভারতীয় সেশন মোটামুটি ‘ওপেন টু পাবলিক’ ছিল। মাত্র পাঁচ মিটারের দূরত্ব থেকে সমর্থকরা দেখতে পাচ্ছিলেন আরাধ‌্য ক্রিকেট দেবতাদের। প্লেয়ারদের কাছে বিভিন্ন শট খেলার আবদারও যাচ্ছিল দ্রুত। যা বারবার ঘটার পর কয়েক জন ক্রিকেটার দৃশ‌্যত বিরক্তও হলেন। তবু লিখতেই হচ্ছে, এমন উপভোগ‌্য ট্রেনিং সেশন চাক্ষুষ করার সুযোগ খুব একটা আসে না।

যাক গে, রোহিতে ফেরা যাক। এদিন সবার আগে ভারতীয় ট্রেনিংয়ে ঢোকেন রোহিত। সমগ্র ভারতীয় টিম মাঠে আসার প্রায় এক ঘণ্টা আগে। রোহিতের সঙ্গে তখন মাঠে এসেছেন শুধু ঋষভ পন্থ, পেসার আকাশ দীপ এবং জনা কয়েক সাপোর্ট স্টাফ। তা, মাঠে আসার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নেটে চলে যান ভারত অধিনায়ক। সঙ্গে পন্থ। না, রোহিতের স্টান্সে বা ব্যাকলিফটে কোনও বদল আসতে দেখা গেল না। তিনি অনেক বেশি মন দিচ্ছিলেন, বল ছাড়ার উপরে। চেষ্টা করছিলেন, যতটা সম্ভব শরীরের কাছাকাছি খেলতে। কিছুক্ষণ পর ভারতীয় টিমের সহকারি কোচ অভিষেক নায়ারকে দেখা গেল ‘হিটম‌্যানের’ সঙ্গে কথাবার্তা বলতে। এবং ট্রেনিং সেশন মন্দ গেল না রোহিতের। এটা ঘটনা যে, কয়েকটা ‘হিট অ‌্যান্ড মিস’ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে, খেলাটা হবে গোলাপি বলে। নেটে দ্বিতীয় বারও একই কাজ করলেন রোহিত। সেই শরীরের কাছাকাছি বলকে খেলার প্রচেষ্টা। কিংবা বাইরের ডেলিভারিকে ছেড়ে দেওয়া। তবে একটা জিনিস করেছেন ভারত অধিনায়ক। শর্ট ডেলিভারি পেলে সোজা পুল!

যা এ মুহূর্তে দরকার, খুব দরকার। টেস্ট ক্রিকেটে চলতি বছরটা মোটেও ভালো যায়নি রোহিত শর্মার। ২১টা ইনিংস খেলে তাঁর ব‌্যাটিং গড় মাত্র ২৯.৪০। কে বলতে পারে, ওপেনিং থেকে পাঁচ নম্বরে সরে গেলে তাঁর ব‌্যাটিংয়ে পুরনো ধার ফিরে পাওয়া যাবে না? পাঁচ নম্বরে ভারত অধিনায়ক শেষ বার ব‌্যাট করেছেন আজ থেকে প্রায় ছ’বছর আগে। ২০১৮-’১৯ সালের অস্ট্রেলিয়া সফরে। যখন তিনি পাঁচ নম্বরে নেমে সেট হতেন। তার পর সেট হয়ে আউট হতেন। অস্ট্রেলিয়ায় আজ পর্যন্ত রোহিতের সর্বোচ্চ রান ৬৩। সেই ২০১৮-’১৯-এর সিরিজেই। মাঝে বছর ছয় কেটে গিয়েছে। আবারও মঞ্চের নাম অস্ট্রেলিয়া। এবার দেখার, রোহিত গুরুনাথ শর্মা আবার পাঁচ নম্বরে ফিরে আসেন কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement