সেই বিতর্কিত মুহূর্ত। ঝামেলায় জড়িয়ে পড়লেন তানজিম ও রোহিত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের পেসার তানজিম শাকিব (Tanzim Sakib) ও নেপাল অধিনায়ক রোহিত (Rohit Paudel) ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। তানজিম শাকিব কড়া নজর হেনেছিলেন নেপাল অধিনায়কের দিকে। সেই ঘটনায় জরিমানা করা হয়েছে বাংলাদেশের বোলার তানজিম শাকিবকে। আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশ বোলারকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।
আইসিসির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তানজিম বল করার পর রোহিতের দিকে আক্রমণাত্মক ভাবে এগিয়ে যান। উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন দুজন। পরে অবশ্য আম্পায়ার স্যাম নোগাসকির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়াও আইসিসি-র আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম। এর সঙ্গেই তানজিমের শৃঙ্খলা রেকর্ডে ১ ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
নেপালের বিরুদ্ধে ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে নেপাল থেমে যায় ৮৫ রানে। নেপালের ইনিংসে ধস নামান তানজিম। সাত রান দিয়ে চার-চারটি উইকেট নেন তিনি। মূলত তাঁর দুরন্ত বোলিংয়েই নেপালের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ (T20 World Cup 2024) দিয়ে সুপার এইট অভিযান শুরু করছে বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.