হারের পর হতাশ জোনাথান ট্রট এবং রশিদ খান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ। দক্ষিণ আফ্রিকার কাছে সেমিফাইনালে পর্যুদস্ত হয়ে বিদায় নিল আফগানিস্তান। কিন্তু এবারের মেগা টুর্নামেন্ট থেকে অনেক কিছুই পেয়েছেন তারা। হারের পর একদিকে যেমন আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিলেন রশিদ খান (Rashid Khan)। তেমনই আইসিসিকে তোপ দাগলেন কোচ জোনাথন ট্রট (Jonathan Trott)।
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে অভিযান শুরু করেছিল আফগানরা (Afghanistan Cricket)। আর ‘অঘটন’ নয়, বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে নিজেদের উত্থান জানিয়ে দিয়েছিলেন রশিদ খানরা। তার পর সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারায় তারা। বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৫৬ রানে থেমে যায় গুরবাজদের ইনিংস।
সেমিফাইনালে নামার আগে ৪ ঘণ্টা বিমান দেরি হয়েছিল আফগানদের। ফলে মাত্র এক ঘণ্টা ঘুমিয়েই মাঠে নামতে হয়েছিল তাদের। অনুশীলনের সুযোগও পাননি। তার পর পিচ নিয়ে তোপ দাগলেন ট্রটও। তিনি বলেন, “এটা বিশ্বকাপ সেমিফাইনালের পিচের যোগ্যই নয়। এটা একেবারে সরল, সত্যি কথা। সমানে-সমানে লড়াই হওয়া উচিত ছিল। আমি বলছি না যে, ফ্ল্যাট পিচ হওয়া উচিত ছিল। যেখানে কোনও সিম বা স্পিন থাকবে না। আমি বলছি, ব্যাটাররা সাহসী শট খেলার জন্য ভয় পাবে, এরকম পিচ থাকা উচিত হয়নি।” তবে ক্লান্তিকে হারের জন্য দায়ী করছেন না আফগান কোচ।
যদিও বিদায়ের মধ্যেও আশাবাদী অধিনায়ক রশিদ খান। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আজীবন মনে থাকবে। আমরা যেভাবে লড়াই করেছি, তা প্রশংসা যোগ্য। আমি সত্যিই গর্বিত। আমরা এখান থেকে ফের দল গঠনের কাজ শুরু করে দেব। পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরব। সকলকে অসংখ্য ধন্যবাদ। যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন। যাঁরা আমাদের সাহায্য করেছিলেন।” ক্রিকেট দুনিয়াও আশা করবে আফগানদের প্রত্যাবর্তনের।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.