Advertisement
Advertisement
Syed Mushtaq Ali Trophy

উইকেট পেলেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে বড় জয় পেয়ে নকআউটের দৌড়ে বাংলা

দারুণ বোলিং করে জাতীয় দলের নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন শামি।

Syed Mushtaq Ali Trophy: Bengal registers massive win against Bihar in SMAT

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 3, 2024 1:15 pm
  • Updated:December 3, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচ উইকেটহীন থাকার পরে অবশেষে উইকেট এল মহম্মদ শামির ঝুলিতে। বিহারকে ৯ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বড় জয় পেল বাংলা। নক আউটে ওঠার লক্ষ্যে অনেকখানি এগিয়ে গেলেন সুদীপ ঘরামিরা। দারুণ বোলিং করে জাতীয় দলের নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন শামিও।

শেষ দুটো ম্যাচ মরণ-বাঁচনের। নকআউটে যেতে গেলে জিততেই হবে। জয়ের সঙ্গে ম্যাচে রানরেটও যতটা সম্ভব বাড়িয়ে রাখতে হবে। বিহার ম্যাচে নামার আগে এতগুলো সমীকরণ ঘোরাফেরা করছিল বাংলা শিবিরে। মঙ্গলবার মাঠে নেমে মোটামুটি সব লক্ষ্যেই সফল করণ লালরা। ৬ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বাংলা। সায়ন-শামিদের দারুণ বোলিংয়ের সামনে ভেঙে পড়ে বিহারের ব্যাটিং লাইন আপ। অল্প রানের টার্গেট সহজেই তুলে ফেলে বাংলা।

Advertisement

সৈয়দ মুস্তাক আলিতে শামির পারফরম্যান্স নজরে রাখছেন জাতীয় দলের নির্বাচকরা। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে কিনা, সেই সিদ্ধান্তও খানিকটা নির্ভর করছে এই টুর্নামেন্টে শামির পারফরম্যান্সের উপর। এদিন চার ওভার বল করে একটি উইকেট পেয়েছেন বঙ্গ পেসার, মাত্র ১৮ রান দিয়ে। উল্লেখ্য, এর আগে মুস্তাক আলিতে পরপর দুটি ম্যাচে উইকেট পাননি শামি।

বাংলা বোলারদের দাপটে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১৪৭ রান তোলে বিহার। রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে আউট হয়ে যান অভিষেক পোড়েল। কিন্তু করণের অপরাজিত ৯৪ রানের সুবাদে সহজেই ম্যাচ জিতে নিয়েছে বাংলা। মাত্র ৪৭ বলেই ৯৪ রান করেছেন তিনি। আপাতত লিগ টেবিলের যা অবস্থা, তাতে লিগ শেষে রানরেট একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। বড় জয় পেয়ে বাংলার রানরেট বেশ খানিকটা বেড়েছে এদিন। পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বঙ্গ ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement