ছবি: সিএবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট অব্যাহত বাংলার। পাঞ্জাব, হায়দরাবাদের পর এবার সুদীপ কুমার ঘরামির দল উড়িয়ে দিল মিজোরামকে। যার নেপথ্যে অভিষেক পোড়েলের বিধ্বংসী ৮১ রান। বাংলা জিতল ৮ উইকেটে। সেই সঙ্গে এলিট এ গ্রুপের শীর্ষস্থান বজায় রাখল তারা।
এদিন সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। রান বেশি না দিলেও মিজোরামের মতো দুর্বল দলের উইকেটও খুব একটা তুলতে পারেননি বাংলার বোলাররা। হতাশ করলেন মহম্মদ শামি। আগের ম্যাচে ৩ উইকেট তুললেও এদিন কোনও উইকেট পাননি। বরং ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। মিজোরামের মোহিং জাংরা ৪৯ বলে করেন ৮০ রান। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তারা করে ১৫৭ রান।
তবে রান তাড়া করতে নেমে বিন্দুমাত্র চাপে পড়েনি বাংলা। ওপেনার অভিষেক পোড়েল ৪৫ বলে করেন ৮১ রান। ৯টি চার ও ৪টে ছয়ে ঝড় তোলেন তিনি। আইপিএল নিলামের আগেই তাঁকে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলামের পর আগুনে ফর্মে বাংলার উইকেটকিপার-ব্যাটার। ম্যাচের সেরাও হলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গে দেন আরেক ওপেনার করণ লাল। তিনি ৪০ বলে ৬৭ রান করেন। দুজনের তাণ্ডবে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় বাংলা। বাকি কাজ শেষ করেন শাকির গান্ধী। ১৫.৩ ওভারে বাংলা জেতে ৮ উইকেটে।
জয়ের হ্যাটট্রিকের ফলে বাংলার পয়েন্ট দাঁড়াল ৩ ম্যাচে ১২। এলিট এ গ্রুপের শীর্ষে রয়েছেন অভিষেকরা। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ ও রাজস্থান। দুটো দলই অবশ্য ২টি করে ম্যাচ খেলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.