Advertisement
Advertisement
Rohit Sharma and Virat Kohli

বিশ্বজয়ের পর অবসর, রোহিত-বিরাটের জার্সি তুলে রাখার অনুরোধ প্রাক্তন তারকার

১৮ আর ৪৫ নম্বর পরে দীর্ঘদিন টি-টোয়েন্টিতে শাসন করেছেন বিরাট আর রোহিত।

Suresh Raina requests BCCI for retired Virat Kohli and Rohit Sharma as a tribute

ছবি: সংগৃহীত

Published by: Arpan Das
  • Posted:July 5, 2024 6:14 pm
  • Updated:July 5, 2024 6:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের উৎসব এখনও চলছে দেশজুড়ে। বৃহস্পতিবার মুম্বই উত্তাল হয়েছে বিশ্বজয়ীদের আগমনকে কেন্দ্র করে। রোহিত-বিরাটদের হাতে ট্রফি দেখে আবেগে ভেসেছেন ক্রিকেটভক্তরা। এবার তাঁদের জন্য বিশেষ সম্মানের দাবি জানালেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)।

১৩ বছর পর বিশ্বজয়। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরে বহুপ্রতীক্ষিত স্বপ্নপূরণ হয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান। আর ফাইনালে জ্বলে উঠেছিল কিং কোহলির (Virat Kohli) ব্যাট। আর ট্রফিজয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা।

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি ফরম্যাট থেকে কি এবার অবসর? কেরিয়ার নিয়ে বড় আপডেট দিলেন বুমরাহ]

সেই প্রসঙ্গে সুরেশ রায়না মনে করেন, রোহিত-বিরাটের জার্সি তুলে রাখা উচিত বিসিসিআইয়ের। ঠিক যেভাবে ধোনির (MS Dhoni) বিদায়ের পর ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। রায়না বলেন, “আমি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছি ১৮ নম্বর ও ৪৫ নম্বর জার্সি তুলে রাখার জন্য। একটা বিশেষ অনুষ্ঠান করে তাদের অফিসে রেখে দেওয়া দরকার। ৭ নম্বর জার্সিকে ইতিমধ্যেই অবসর দেওয়া হয়েছে। ১৮ আর ৪৫ নম্বর জার্সির ক্ষেত্রেও একই কাজ করা উচিত। এই নাম্বার দুটো যাঁরা দেখবেন, তাঁরাই অনুপ্রেরণা পাবেন।”

[আরও পড়ুন: রোহিতদের কাছে হার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার! বিশ্বজয়ের উৎসবে সেয়ানে-সেয়ানে দুই মায়ানগরী]

সেই সঙ্গে রায়নার সংযোজন, “বিরাট আর রোহিত ১৮ আর ৪৫ নম্বর জার্সি পরে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। এর পরে যাঁরা আসবেন, তাঁরা যেন মাঠে নামার আগে এই নাম্বারদুটো দেখে আরও বেশি সাহস পায়।” সাধারণত, ফুটবলের ক্ষেত্রে নাম্বার তুলে রাখা হয়। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে শুধুমাত্র শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ১০ নম্বর আর ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখা হয়েছে। এবার রায়না সেই তালিকায় জুড়ে দিলেন বিরাট আর রোহিতের নামও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement