Advertisement
Advertisement

Breaking News

Sunil Narine

উইকেট নিয়েও কেন উচ্ছ্বাসে ফেটে পড়েন না নারিন? কারণ জানলে আপনিও কুর্নিশ জানাবেন

আইপিএলে যখন নিত্যনতুন সেলিব্রেশনের ভঙ্গি আবিষ্কার করছেন ক্রিকেটাররা, তখন ভিন্ন পথের পথিক নাইট তারকা।

Sunil Narine reveals the reason behind his emotionless celebration in IPL

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 10, 2024 5:13 pm
  • Updated:May 10, 2024 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি হাসেন না। বিপক্ষ ব্যাটারকে ধরাশায়ী করে অতিরিক্ত উচ্ছ্বাস দেখান না। সুনীল নারিনের (Sunil Narine) বিরুদ্ধে ভক্তদের এটাই সবচেয়ে বড় ‘অভিযোগ’। কিন্তু কেন উইকেট তোলার পরেও আনন্দ প্রকাশ করেন না নাইট (Kolkata Knight Riders) তারকা? নিজের মুখেই সেই প্রশ্নের উত্তর জানালেন নারিন। যার সঙ্গে জড়িয়ে আছে তাঁর বাবার দেওয়া শিক্ষা।

ক্রিকেটে যখন নিত্যনতুন সেলিব্রেশনের ভঙ্গি আবিষ্কার করছেন ক্রিকেটাররা, তখন ভিন্ন পথের পথিক নারিন। ব্যাটে-বলে অনবদ্য তিনি। চলতি আইপিএলে (IPL 2024) প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন নাইট তারকা। তার পরও আশ্চর্য ভাবে শান্ত থাকেন তিনি। যার মূলে আছে তাঁর ছোটবেলার শিক্ষা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নারিন জানান, “ছোটবেলায় বাবার থেকে একটা শিক্ষা পেয়েছিলাম। আজ যাঁকে তুমি আউট করছ, কাল ফের তাঁর মুখোমুখি হতে হবে। তাই মুহূর্তটা শুধু উপভোগ করো। বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস দেখিও না।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমি তো কেবলই আহ্বায়ক’, চুক্তি থেকে ঈশানদের ছাঁটাই করলেন কে? ফাঁস জয় শাহের]

সেই শিক্ষা নিয়েই বিপক্ষ দলকে শাসন করেন নারিন। আবেগ সংযত করে শুধু দলের জন্য পারফরম্যান্স করে যান। চলতি আইপিএলে তাঁর রান ৪৬১। উইকেট পেয়েছেন ১৪টি। নাইটদের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর দুরন্ত পারফরম্যান্স। কিন্তু তার পরেও নিজে কৃতিত্ব নিতে চান না। বরং সাপোর্ট স্টাফ ও সতীর্থদের কৃতিত্ব দিতে চান।

[আরও পড়ুন: পাশে নেই কোনও ভারতীয় ক্রিকেটার, রাহুলের সমর্থনে এগিয়ে এলেন এক বিদেশি]

নাইটরা এই মুহূর্তে আইপিএলে লিগ শীর্ষে রয়েছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। শনিবার হার্দিকের মুম্বইয়ের বিরুদ্ধে নামছে শ্রেয়সরা। এই মরশুমে ইডেনে শেষ ম্যাচ খেলতে নামছে তারা। টপার হিসেবেই লিগ শেষ করতে চাইবেন নারিনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement