সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আর যেভাবে আউট হয়েছেন তিনি, তা দেখে ক্ষুব্ধ কিবংদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স হেরে যায় দিল্লি ক্যাপিটালসের কাছে। এবারের মেগা টুর্নামেন্টে ঋদ্ধিমানের ব্যাট কথা বলছে না।
দিল্লি ক্যাপিটালসের ইনিংসের সময়ে দুর্দান্ত একটি ক্যাচ ধরেন ঋদ্ধিমান। কিন্তু দিল্লি ক্যাপিটালসের রান তাড়া করার সময়ে ঋদ্ধিমান সাহা কিছুতেই খলিলের সুইং ডেলিভারি বুঝতে পারছিলেন না। তার পরে নিজের উইকেট ছুঁড়ে দেন। উইকেট কিপার ফিল সল্ট ক্যাচ ধরেন ঋদ্ধির।
ঋদ্ধিমান আউট হওয়ার সময়ে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর। ঋদ্ধির শট নির্বাচন প্রসঙ্গে লিটল মাস্টার বলেন, ”অনেক দেরি হয়ে গেল বন্ধু। এত খারাপ একটা শট খেললে, তোমার বিশাল অভিজ্ঞতা কাজে এল না। তুমি ডাগ আউটে গিয়ে এই শট প্র্যাকটিস কর।”
গাভাসকর আরও বলেন, ”যেভাবে তোমরা ফুলিশ শব্দটা উচ্চারণ কর সেটাকে অন্যভাবেও উচ্চারণ করা যায়। যে শটটা খেলেছে ঋদ্ধিমান তার জন্য শব্দটার বানেন দুটো ও যোগ করতে হবে।” তিনি যা বললেন, তার অর্থ নির্বোধের মতো শট খেলেছে ঋদ্ধিমান।
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৩০ রান করে। দিল্লির রান তাড়া করতে নেমে গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান ও শুভমন গিল শুরুটা মোটেও ভাল করেননি। ঋদ্ধি খাতা খুলতে পারেননি। গিল করেন মাত্র ৬ রান। হার্দিক পাণ্ডিয়া চেষ্টা করেন। ৫৩ বলে ৫৯ রান করে অপরাজিত থেকে যায় হার্দিক। কিন্তু গুজরাট টাইটান্স ২০ ওভারে করে ৬ উইকেটে ১২৫ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.