Advertisement
Advertisement
Rishabh Pant

‘কখনও মাথা ঝুঁকিও না’, হতাশ ঋষভকে সান্ত্বনা গাভাসকরের

শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের কাছে পর্যদুস্ত হয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

Sunil Gavaskar encourages DC captain Rishabh Pant after SRH match in IPL

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 21, 2024 12:17 pm
  • Updated:April 21, 2024 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ঘরের মাঠে হায়দরাবাদের (SRH) কাছে পর্যদুস্ত হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (DC)। ম্যাচের পর রীতিমতো হতাশায় ভেঙে পড়েন দিল্লি অধিনায়ক। তাঁকে এইভাবে ভেঙে পড়তে দেখে ম্যাচের শেষে সান্ত্বনার হাত বাড়িয়ে দেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

এদিন দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে হায়দরাবাদের ব্যাটাররা ২৬৬ রান তোলেন। যার মধ্যে প্রথম ৬ ওভারেই ওঠে ১২৫ রান। যা এখনও আইপিএলের পাওয়ার প্লের সর্বোচ্চ রান। দিল্লির সব বোলারকেই মাঠের বাইরে ফেলছিলেন অভিষেক শর্মা, ট্রেভিস হেডরা। এত বড় রানের বোঝা নিয়েও লড়াই করেন অভিষেক পোড়েলরা। যদিও দিল্লি শেষ পর্যন্ত হারে ৬৭ রানে।

Advertisement

[আরও পড়ুন: নারিন কিংবদন্তি হবেন, মাত্র কয়েকটা বল খেলেই বুঝেছিলেন গম্ভীর]

ম্যাচের শেষে সাক্ষাৎকার পর্বে প্রায় অসহায় দেখাচ্ছিল দিল্লি অধিনায়ককে। বোলাররা যে অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, সে কথাও স্বীকার করে নেন। ঋষভকে ওই অবস্থায় দেখে এগিয়ে আসেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। ভারতীয় ব্যাটার-উইকেট কিপারকে তিনি বলেন, “আমি কখনও চাই না, তোমার মাথা ঝুঁকে পড়ুক। এখনও অনেক ম্যাচ বাকি। মুখে হাসি ধরে রাখো।” যার উত্তরে ঋষভ বলেন, “আমি অবশ্যই চেষ্টা করব স্যার।”

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে খেলতে চাই’, নাইটদের বিরুদ্ধে নামার আগে প্রত্যয়ী কার্তিক]

চলতি আইপিএলে এতদিন ঋষভরা ঘরের মাঠ হিসেবে খেলছিলেন বিশাখাপত্তনমে। এদিনই প্রথম নামলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যদিও সেই প্রত্যাবর্তন সুখের হল না। হায়দরাবাদের কাছে হেরে লিগ তালিকায় ৬ নম্বরে পড়ে রইল তারা। ৮ ম্যাচে দিল্লির পয়েন্ট ৬। অন্যদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন প্যাট কামিন্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement