Advertisement
Advertisement
KKR

ট্রফি জয়ের লড়াইয়ে কেকেআর, ফাইনালের আগে একনজরে নাইটদের শক্তি-দুর্বলতা

টুর্নামেন্টে লাগাতার সাফল্য পেয়ে কি আত্মতুষ্ট হয়ে পড়ছেন নাইটরা?

Strength and weakness of KKR before IPL final
Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2024 10:08 am
  • Updated:May 26, 2024 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর পর ফের আইপিএল জয়ের দোরগোড়ায় কেকেআর। টুর্নামেন্টের গোড়া থেকেই দাপট দেখিয়েছে নাইট ব্রিগেড। একপেশে কোয়ালিফায়ারে উড়িয়ে দিয়েছে হায়দরাবাদকে। রবিবার আর একটা ম্যাচ জিতলেই কেল্লাফতে। তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা পাবে কেকেআর। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসাবে তিনবার ট্রফি জয়ের নজির গড়বে। হাইভোল্টেজ ফাইনালের আগে একনজরে দেখে নেওয়া যাক নাইটদের শক্তি-দুর্বলতা।

গোটা টুর্নামেন্টে বিপক্ষদের কাছে ত্রাস হয়ে উঠেছিল কেকেআরের (KKR) ওপেনিং জুটি। ফিল সল্ট-সুনীল নারিনের দাপটে পাওয়ার প্লেতেই একাধিক ম্যাচের ভাগ্য় লিখে ফেলেছিল কেকেআর। সল্ট না থাকলেও নারিনের দাপটের উপর পাওয়ারপ্লেতে ভরসা রাখতে পারে কেকেআর। তাছাড়াও শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ারের মতো মিডল অর্ডারের ব্যাটাররাও রয়েছেন দুরন্ত ফর্মে। ওপেনিং জুটি ব্যর্থ হলে রান তুলে দেবে মাঝের সারির ব্যাটাররা। ব্যাটার নয়, কেবল বোলারদের উপরে ভরসা করেও ম্যাচ জিততে পারে কেকেআর। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তীর স্পিন জুটি প্যাট কামিন্সের রাতের ঘুম কেড়ে নিতে পারে। পেসাররাও রয়েছেন দুরন্ত ফর্মে। একাই দায়িত্ব নিয়ে কেকেআরকে কোয়ালিফায়ারে জিতিয়েছেন মিচেল স্টার্ক। ভালো বল করছেন রানা-বৈভবরাও। আর সবার উপরে রয়েছেন গৌতম গম্ভীর। মেন্টরের মগজাস্ত্রেই একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কেকেআর।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাস নয়, আজ গুরু গম্ভীরের তাড়না ‘আনফিনিশড বিজনেস’

এত সাফল্যের মধ্যেও বেশ কিছু দুশ্চিন্তার কাঁটা ঘোরাফেরা করছে নাইট শিবিরে। দুর্ধর্ষ পাওয়ারপ্লের নায়ক ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন। তাঁর বদলে রহমানুল্লা গুরবাজ ততখানি দুরন্ত পারফর্ম করতে পারবেন কিনা সংশয় রয়েছে। তাছাড়া গত মরশুমে চমকে দেওয়া রিঙ্কু সিং এবার একেবারেই নিষ্প্রভ। ব্যাট হাতে চেনা মেজাজে দেখা যায়নি আন্দ্রে রাসেলকেও। চিন্তা রয়েছে বোলিং নিয়েও। শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচের ডেথ ওভারে মার খেয়েছেন স্টার্ক-রানারা। টি-২০ ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে নাইটদের বিরুদ্ধেই। চেন্নাইয়ে যদি ব্যাটিং সহায়ক পাটা পিচ হয় তাহলে স্পিন বোলিংয়ের বিষও বিপক্ষের ব্যাটিং লাইন আপে দাঁত ফোটাতে পারবে না। আইপিএল (IPL 2024) ফাইনালের আগে দলের মধ্যে আত্মতুষ্টিও দেখা যেতে পারে। টানা সাফল্যের পর ফাইনালে নামার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

নাইটদের প্রতিপক্ষ হায়দরাবাদও দুরন্ত ছন্দে খেলেছে গোটা টুর্নামেন্টজুড়ে। একের পর এক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছে। যদিও চলতি মরশুমে দুবার নাইটদের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে তারা। কিন্তু ফাইনালে সেই নজির বদলে দিতে চাইবেন প্যাট কামিন্স। তাঁর এবার ফাইনাল জেতার ‘বদভ্যাস’ আছে কিনা।

[আরও পড়ুন: অ্যাপের সাহায্যে ফোনে মহিলাকণ্ঠে ‘টোপ’, ৭ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement