সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T-20 World Cup) শুরুর দিনই ঘটে গিয়েছে বড়সড় অঘটন। অখ্যাত নামিবিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে সদ্য এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কাকে। এশিয়া সেরা দলটিকে কার্যত ধরাশায়ী করে দিয়ে নিজেদের সুপার-টুয়েলভে (Super-12) ওঠার পথ সুগম করে নিয়েছে নামিবিয়া। কিন্তু তারকাহীন দলটির এই অপ্রত্যাশিত জয় ঘুরিয়ে চাপ বাড়িয়ে দিতে পারে টিম ইন্ডিয়ার। যে গ্রুপে ভারত আছে, সেটি আরও কঠিন হয়ে যেতে পারে।
রবিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব। প্রথম ম্যাচে নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ৫৫ রানে। প্রথমে ব্যাট করে জান ফ্রাইলিং (২৮ বলে ৪৪) এবং স্মিট প্যাটেলের (১৬ বলে ৩১) ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৬৩ রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১০৮ রানে। অধিনায়ক শানাকা এবং ভানুকা রাজাপাক্ষে ছাড়া সেভাবে কোনও ব্যাটার দাঁড়াতেই পারেননি। শ্রীলঙ্কার এই বিরাট হার তাদের সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে বড়সড় ধাক্কা দিয়েছে। যা পরিস্থিতি তাতে নিজেদের গ্রুপে শীর্ষ স্থান দখল করাটা বেশ কঠিন কাজ হবে লঙ্কা ব্রিগেডের পক্ষে। আর সেটাই ধাক্কা হতে পারে ভারতের জন্য।
যা পরিস্থিতি তাতে সুপার-১২ রাউন্ডে যেতে হলে নিজেদের শেষ দু’টি ম্যাচ শ্রীলঙ্কাকে জিততেই হবে। তবে রান রেটে তারা যতটা পিছিয়ে গিয়েছে তাতে গ্রুপ-A-তে শীর্ষস্থান দখল করাটা তাঁদের পক্ষে খুব কঠিন। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি নিজেদের শেষ দুটি ম্যাচ জেতে এবং গ্রুপে দ্বিতীয় স্থান পায়, তাহলে গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার-টুয়েলভে উঠবে তাঁরা। হিসাব মতো গ্রুপ-এ-তে যারা দ্বিতীয় হবে তাদের পড়ার কথা ভারতের গ্রুপে। অন্যদিকে গ্রুপ-বি’তে কোনও অঘটন না ঘটলে, ওই গ্রুপে শীর্ষস্থান পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে, ক্যারিবিয়ানরাও পড়বে ভারতের গ্রুপে। অর্থাৎ, সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারতের গ্রুপে চলে আসতে পারে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজও। অর্থাৎ তথাকথিত দুর্বল কোনও দলই থাকবে না ভারতের গ্রুপে। যা নিঃসন্দেহে রোহিতদের (Rohit Sharma) জন্য সমস্যা বাড়াবে।
তবে এ সবই সম্ভাবনার কথা। ক্রিকেটে যে কোনও ধরনের অঘটন ঘটতে পারে। তাই আগেভাগে অতসত না ভেবে ভারতীয় দল আপাতত ফোকাস করছে ২৩ অক্টোবর পাক ম্যাচে। তাছাড়া, চ্যাম্পিয়ন হতে গেলে সব দলকেই হারাতে হবে। তাই গ্রুপে কে থাকল, না থাকল সেসব ভেবে বিশেষ লাভও হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.