Advertisement
Advertisement
Bengal pro T20

টানটান লড়াই বেঙ্গল প্রো টি-২০র প্রথম ম্যাচে, জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স

শেষ ওভারে গিয়ে জয়ী শিলিগুড়ি।

Siliguri wins first match of Bengal pro T20
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2024 10:47 pm
  • Updated:June 11, 2024 11:36 pm  

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স: ১৪১ (শান্তনু ৪৪, প্রয়াস ৩/২৮)

হারবার ডায়মন্ডস: ১৩৩ (বাদল ৩৭, সুরজ ৪/২৯)

Advertisement

৮ রানে জয়ী শিলিগুড়ি  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচ থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী ম্যাচে হারবার ডায়মন্ডস এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স মুখোমুখি হয়। লো স্কোরিং ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলেছে দুই দলের পক্ষেই। ম্যাচের ফয়সালা হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। অবশেষে জয়ের হাসি ফুটল শিলিগুড়ির মুখে।   

আইপিএলের (IPL) জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে এই মেগা টুর্নামেন্টের। তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। সেরকমই বাংলাতেও মঙ্গলবার থেকে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ (Bengal pro T20) শুরু হল। ঝুলন গোস্বামী ট্রফি নিয়ে মাঠে এসে টুর্নামেন্টের সূচনা করেন। তার পরেই টানটান লড়াইয়ের সাক্ষী থাকল বেঙ্গল লিগের প্রথম ম্যাচ। 

[আরও পড়ুন: ‘আমার সাত রান গুরুত্বপূর্ণ ছিল’, পাক ম্যাচ জয়ের পরে বলছেন সিরাজ

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হারবার ডায়মন্ডসের অধিনায়ক মনোজ তিওয়ারি। গোটা ইনিংসেই বিপক্ষকে সেভাবে রান তুলতে দেননি মনোজের দলের বোলাররা। ২০ ওভার পর্যন্ত খেলতেও পারেনি শিলিগুড়ি। ১৯.৩ ওভারেই ১৪১ রানে অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন শান্তনু। তিন উইকেট তুলে নেন হারবার ডায়মন্ডসের প্রয়াস বর্মন। 

তবে ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়েন হারবার ডায়মন্ডসের ব্যাটাররা। নিয়মিতভাবে উইকেট হারাতে থাকেন। তবে লোয়ার অর্ডারে বাদল সিং বালিয়ান পালটা লড়াই দিতে শুরু করেন। তবে কোনও লাভ হয়নি। ইনিংসের এক বল বাকি থাকতে হারবার ডায়মন্ডস অলআউট হয়ে যায় ১৩৩ রানে। মাত্র ৮ রানে জয়ী শিলিগুড়ি স্ট্রাইকার্স।   

[আরও পড়ুন: হাবাস জমানায় ইতি! মোহনবাগানের নতুন কোচ মোলিনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement