Advertisement
Advertisement
Shubman Gill

জিতেও শান্তি নেই গুজরাটের! বড় শাস্তির মুখে শুভমান, হতে পারেন সাসপেন্ডও!

জরিমানা গোটা দলকেও। কেন শাস্তি পেলেন গুজরাট ক্রিকেটাররা?

Shubman Gill is penalised for slow over rate vs CSK along with entire GT

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2024 4:56 pm
  • Updated:May 11, 2024 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে ম্যাচ জিতে এখনও প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে গুজরাট (Gujarat Titans)। ওপেনিং জুটিতে বিধ্বংসী শতরান হাঁকিয়েছেন শুভমান ও সুদর্শন। কিন্তু ম্যাচ জিতেও বড়সড় শাস্তির মুখে পড়ল গোটা গুজরাট দল। বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হল অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রথম ১৫-তে ঠাঁই হয়নি শুভমানের। চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে যেন তারই জবাব দেন। উদযাপনও করেন অত্যন্ত আগ্রাসী মেজাজে। শেষ পর্যন্ত থামেন ১০৪ রানে। ব্যাট-বলের সঙ্গে দুরন্ত ফিল্ডিংয়েও ম্যাচের পার্থক্য গড়ে দেয় গুজরাট। শেষ পর্যন্ত তারা ম্যাচ জেতে ৩৫ রানে।

Advertisement

[আরও পড়ুন: এক ম্যাচ নির্বাসিত পন্থ, ধাক্কা দিল্লি শিবিরে]

আইপিএল (IPL 2024) প্লে অফের আশা বজায় রাখলেও বড় সমস্যায় পড়লেন শুভমান। চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অধিনায়কত্বের দায়িত্ব সামলান রাহুল তেওয়াটিয়া। তার সঙ্গে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পান শুভমান। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি গুজরাট। যে কারণে তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টিমের বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশের যেটা কম হবে, সেটা জরিমানা হবে।

[আরও পড়ুন: নাইটরা প্লে অফে উঠলে অনিশ্চিত রাসেল! কিন্তু কেন? তুঙ্গে জল্পনা]

উল্লেখ্য, চেন্নাইয়ের বিরুদ্ধে আগের ম্যাচেও শাস্তি পেয়েছিলেন শুভমান। মন্থর ওভার রেটের জন্য সেটা ছিল মরশুমে তাঁর প্রথম অপরাধ। তাই ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল শুভমান গিলকে।  এবার তাঁর জরিমানার পরিমাণ বাড়ল। তবে একই অপরাধ আবার করলে তাঁকে এক ম্যাচ সাসপেন্ড করা হতে পারে। ঠিক যেমন তিন ম্য়াচ একই অপরাধের কারণে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement