Advertisement
Advertisement
Babar Azam

‘নেপালও প্রথম একাদশে রাখবে না বাবরকে’, পাক অধিনায়ককে তোপ প্রাক্তন তারকার

বিশ্বকাপে বিপর্যয়ের পরে তীব্র সমালোচিত হচ্ছেন বাবর আজম।

Shoaib Malik mentions that even Nepal would not pick Babar Azam in their team

বাবর আজম। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 2, 2024 2:43 pm
  • Updated:July 2, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসিত রোহিত শর্মা। অন্যদিকে নিন্দিত বাবর আজম (Babar Azam)।
দুই দেশের দুই অধিনায়ক যেন দুই মেরুর বাসিন্দা। রোহিত শর্মাকে নিয়ে বীরপুজো চলছে। অন্যদিকে দেশের প্রাক্তন তারকারই বাবর আজমকে দুষেছেন। প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক বর্তমান অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করে বলেছেন, ”পাকিস্তানের সেরা খেলোয়াড় বাবর আজম সর্বোচ্চ মানের কোনও আন্তর্জাতিক দলে সুযোগই পাবে না। এমনকী নেপালও তাদের প্রথম একাদশে বাবরকে রাখবে না।”

[আরও পড়ুন: নয়া মরশুমের আগে চমক, মোহনবাগানে এ লিগের ডিফেন্ডার টম অলড্রেড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের নেতৃত্ব ফিরেছিল বাবর আজমের হাতে। কিন্তু বিশ্বকাপে গিয়ে পাকিস্তান চূড়ান্ত ব্যর্থ। আমেরিকার কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। তার পরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হার মানতে হয় বাবর আজমদের। পরে আমেরিকা আয়ারল্যান্ডকে হারানোয় পাকিস্তানের ছুটি হয়ে যায় বিশ্বকাপ থেকে।
শোয়েব মালিক বলছেন, ”আমাদের সেরা প্লেয়ার কে? বাবর আজম আমাদের সেরা প্লেয়ার। আমি কেবল সেরা ৪-৫টা দলের কথা বলব। ওই চার-পাঁচটা দলে কি বাবর আজম সুযোগ পাবে? একই ফরম্যাটে অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ড দলে কি জায়গা পাওয়ার কথা বাবর আজমের? উত্তর হল না। এমনকী নেপালও ওদের দলে বাবর আজমকে নিতে চাইবে না।”

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচে ১২২ রান করেছেন বাবর আজম। সর্বোচ্চ রান ৪৪। দেশের মাটিতে তাঁকে নিয়ে ঝড় উঠেছে। শোয়েব মালিক একহাত নেন বাবর আজমকে। সাম্প্রতিক কালে কোনও পাক অধিনায়ক এতটা অসম্মানিত হয়েছেন কিনা সন্দেহ।

[আরও পড়ুন: এবার টেস্টে বিশ্বসেরা হও, কোহলিকে বার্তা বিদায়ী দ্রাবিড়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement