Advertisement
Advertisement

Breaking News

Shoaib Akhtar On Babar Azam

মাথার তারগুলো পালটাতে হবে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবরকে পরামর্শ শোয়েব আখতারের

২০১৭ সালের পর আরও একবার একবার কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠতে পারবেন বাবর?

Shoaib Akhtar asks Babar Azam to change his neurological wiring
Published by: Anwesha Adhikary
  • Posted:December 3, 2024 10:18 am
  • Updated:December 3, 2024 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সিরিজে বাদ পড়েছেন বাবর আজম। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার রান পাচ্ছেন না দীর্ঘদিন। এহেন পরিস্থিতিতে প্রাক্তন পাক অধিনায়কের জন্য বিশেষ পরামর্শ দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। তাঁর কথায়, মাথার তার গুলো বদলে ফেলতে হবে। তবেই ফর্মে ফিরতে পারেন বাবর (Babar Azam)।

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠে খেলে ট্রফি জেতার স্বপ্ন দেখছে পাক ব্রিগেড। তবে তার আগে চিন্তা বাড়াচ্ছে বাবরের ফর্ম। পরিসংখ্যান বলছে, টেস্টে গত ১০টা ইনিংসে হাফসেঞ্চুরির গণ্ডিও পেরতে পারেননি তারকা পাক ব্যাটার। গত এক বছরে টেস্টে তাঁর গড় নেমে এসেছে মাত্র ২০তে। গত বিশ্বকাপেও হতশ্রী পারফর্ম করেছিলেন তিনি। যে বাবর আজমকে আইসিসি টুর্নামেন্টে বড় মঞ্চের খেলোয়াড় বলে মনে করত ক্রিকেটমহল, এখন প্রশ্ন উঠছে সেই ক্রিকেটার আদৌ দলে থাকার যোগ্য কিনা।

Advertisement

এহেন পরিস্থিতিতে দেশের তারকা ব্যাটারকে বিশেষ পরামর্শ দিয়েছেন শোয়েব। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের কথায়, “বাবর একজন তারকা ক্রিকেটার। আমি অবশ্যই ওর পাশে থাকব। কিন্তু এখন পাকিস্তান ক্রিকেট আমূল বদলে গিয়েছে। নতুন ম্যানেজমেন্টের সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ নতুন পাক ম্যানেজমেন্ট মোটেই বাবরকে টি-২০ নীল নকশায় রাখবে না। বলতে গেলে, ওয়ানডে থেকেও হয়তো বাবরকে ছেঁটে ফেলা হতে পারে পাকাপাকিভাবে।”

তাহলে পাকিস্তান দলে টিকে থাকার জন্য বাবরের কী করণীয়? শোয়েব বলছেন, “ওর মাথার তারগুলো পালটে ফেলতে হবে। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) রয়েছে। পাকিস্তানের প্রথম সারির ক্রিকেটার হিসাবে সেখানে বাবরের থাকা দরকার। গোটা টুর্নামেন্টে দাপট দেখাতে হবে, ম্যাচ জেতানো সেঞ্চুরি করতে হবে। তবেই বাবর প্রমাণ করতে পারবে, ও ওয়ানডে খেলার জন্য এখনও যোগ্য। তা না হলে ওর পথ আরও কঠিন হতে চলেছে।” ২০১৭ সালের পর আরও একবার একবার কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠতে পারবেন বাবর?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement